1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোপালে হাসপাতালে আগুন, মৃত চার শিশু

৯ নভেম্বর ২০২১

মধ্যপ্রদেশের ভোপালে একটি সরকারি হাসপাতালে আগুন লাগে। সদ্যোজাত শিশুদের ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে।

https://p.dw.com/p/42kkD
ভারতের হাসপাতাল
প্রতীকী ছবিছবি: Anushree Fadnavis/REUTERS

ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল ভোপাল। আগুনে প্রাণ গেল চার সদ্যোজাত শিশুর। কান্নার রোল হাসপাতালের সামনে। রাজ্যের মুখ্যমন্ত্রী উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। শর্টসার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সোমবার রাত নয়টা নাগাদ হাসপাতালে প্রথম ধোঁয়া দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কমলা নেহরু হাসপাতালের সদ্যোজাত শিশুদের ওয়ার্ডে আগুন ছড়াতে থাকে। হাসপাতাল কর্মীরা দ্রুত সেখান থেকে শিশুদের সরাতে থাকে। কিন্তু তার মধ্যেই তিনজন সদ্যজাত আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। চিকিৎসার আগেই তাদের মৃত্যু হয়। আরেক সদ্যজাতকে আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে পাঠানো হয়। পরে তারও মৃত্যু হয়।

হাসপাতালের সিঁড়িতে বসে মৃত শিশুদের পরিবারের সদস্যদের কাঁদতে দেখা যায়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান স্টেট মেডিক্যাল এডুকেশন মন্ত্রী বিশ্বাস সারাং। সাংবাদিকদের তিনি জানান, ''আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমরা উদ্ধারকাজ শুরু করেছিলাম। কিন্তু চারটি শিশুকে বাঁচানো গেল না। এটা দুঃখের। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।''

ঘটনার পর দুঃখপ্রকাশ করেছেন রাজ্যেরমুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ''কয়েকটি শিশুকে বাঁচানো গেল না, এটা দুঃখের। মৃত শিশুদের পরিবার পিছু চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।''

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমলনাথ উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন। মঙ্গলবার শিবরাজ জানিয়েছেন, অতিরিক্ত মুখ্যসচিব মহম্মদ সুলেইমানের নেতৃত্বে তদন্ত কমিটি গড়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এসজি/জিএইচ (পিটিআই)