1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোলানাথ দাস অ্যান্ড সন্স

২৮ ডিসেম্বর ২০২০

একশ বছরেরও বেশি পুরনো এই দোকান কলকাতার সেই বিরলতম জায়গার একটি যেখানে এখনও দম দেওয়া ঘড়ি সারাই হয়৷

https://p.dw.com/p/3nHRf

একশ বছরেরও বেশি পুরনো এই দোকান কলকাতার সেই বিরলতম জায়গার একটি যেখানে এখনও দম দেওয়া ঘড়ি সারাই হয়৷ পিতামহ ভোলানাথ দাসের নামাঙ্কিত এই দোকানের দায়িত্বে এখন তার বছর সত্তরের পৌত্র গোপালচন্দ্র দাস৷ একসময় যা ছিল একই সঙ্গে একটি গয়নার দোকান, ঘড়ি সারানোর দোকান এবং একটি ছোট প্রাইভেট ব্যাঙ্ক - তা আজ এই একফালি ভগ্নাংশের মধ্যে কোনমতে টিকে রয়েছে৷ তিনি মনে করেন, তার পর এই দোকান চালানোর মতো আর কেউ থাকবে না৷