1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোলায় ভোটগ্রহণ চলছে

২৪ এপ্রিল ২০১০

ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোলা ৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে৷ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে৷ চলবে বিকাল ৪টা পর্যন্ত৷ প্রায় সোয়া ২ লাখ ভোটার এ নির্বাচনে ভোটদান করছেন৷

https://p.dw.com/p/N5Fy
ছবি: Mustafiz Mamun

নির্বাচন কমিশন প্রায় অর্ধশত ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে৷ উপনির্বাচন উপলক্ষে সেখানে সাড়ে তিন হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে৷ সেখানকার প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ১৪ জন করে সশস্ত্র নিরাপত্তা রক্ষী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে৷ এছাড়া রয়েছে ভ্রাম্যমান সশস্ত্র বাহিনী৷ এর বাইরে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে৷ উপনির্বাচন উপলক্ষে সেখানে রয়েছে ১০ টি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা৷ এছাড়া ইউএনডিপি এবং মার্কিন দূতাবাসের প্রতিনিধিরাও নির্বাচন উপলক্ষে সেখানে অবস্থান করছে৷

এবারের উপনির্বাচনে লালমোহন ও তজমুদ্দিন উপজেলার মোট দুই লাখ ২৪ হাজারেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন৷ এবারের উপনির্বাচনে ভোটার সংখ্যা আগের বারের চেয়ে ১৯ হাজার বেশি৷ এবারের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে দাঁড়িয়েছেন নুরুন্নবী চৌধুরী শাওন, অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপির প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ৷

এর আগে ২০০৮ সালের সর্বশেষ জাতীয় নির্বাচনে এই আসনে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. জসিম উদ্দিন৷ তবে নির্বাচনী আইন লংঘনের কারণে তার এই আসনটি খালি ঘোষণা করে নির্বাচন কমিশন৷ এই নিয়ে আদালতে মামলাও হয়, তবে শেষ পর্যন্ত তা নির্বাচন কমিশনের পক্ষেই যায়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার