1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোলা-৩ আসনের উপনির্বাচন: বিএনপির পাঁচ দফা দাবি

১৫ এপ্রিল ২০১০

একই সঙ্গে প্রতিটি ভোট কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেট রাখার দাবি জানিয়েছে বিএনপি৷ বুধবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন, বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী৷

https://p.dw.com/p/MwXH
নয়াপল্টনে বিএনপির সদরদপ্তর (ফাইল ফটো)ছবি: Mustafiz Mamun

বিডি নিউজ টোয়েন্টি ফোর ডটকম, প্রথম আলো, ডেইলি স্টার,সহ প্রায় সবগুলো পত্রিকার অনলাইন সংস্করণে যে খবরটি উঠে এসেছে, সেটি হচ্ছে, ভোলা-৩ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্যে বিএনপি পাঁচ দফা দাবি জানিয়েছে৷ একই সঙ্গে প্রতিটি ভোট কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেট রাখার দাবি জানিয়েছে বিএনপি৷ বুধবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন, বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী৷ বিএনপি অভিযোগ করে বলেছে, ভোলা-৩ আসনের উপ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক, সরকার ও নির্বাচন কমিশন তা চায় না৷

নববর্ষের কনসার্টের সময় ঢাকায় ১৫ তরুণী লাঞ্ছিত

সেখানে রয়েছে দেশজুড়ে পহেলা বৈশাখ উদযাপনের খবর৷ বৈশাখী মেলা সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ৷ রাজধানী ঢাকার রমনা বটমূলে ছিল বৈশাখের মূল অনুষ্ঠান৷ কঠোর নিরপত্তার মধ্যে ভোর বেলা থেকেই সেখানে মানুষের ঢল নামে৷এছাড়া চারুকলা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল যেন প্রাণের মেলা৷ তবে এতো আনন্দের মাঝেও তরুণী লাঞ্ছিত হবার মতো ঘটনা ঘটেছে৷ প্রতিটি পত্রিকার অনলাইন সংস্করণেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষের কনসার্টের সময় ১৫ জন তরুণীর লাঞ্ছিত হবার খবরটি৷ টিএসসির সামনে কনসার্ট চলাকালে অন্তত ১৫ জন তরুণী বখাটে যুবকদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন৷ খবর পেয়ে পুলিশ কনসার্ট সংলগ্ন এলাকা থেকে লান্ছিত ১৫ তরুণীকে নিরাপদে সরিয়ে আনে৷

সরকার চাইলে ডিসিসি নির্বাচন পেছাতে পারে ইসি

বিডি নিউজ টোয়েন্টি ফোর ডটকম জানাচ্ছে সরকার চাইলে ডিসিসি নির্বাচন পেছাতে পারে৷ বলা হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন মে মাসে করার পরিকল্পনা থাকলেও, সরকার যদি চায় তবে পিছু হঠতে পারে নির্বাচন কমিশন৷ আর সেই রকমই আভাস দিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন৷ স্থানীয় সরকার বিভাগও নির্বাচন পেছানোর পক্ষেই মত দিতে যাচ্ছে বলে বিভাগের কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন৷ স্থানীয় সরকারের অধীন ডিসিসি নির্বাচন ৩১-শে মে-তে অনুষ্ঠানের ব্যপারে মতামত চেয়ে গত ৬-ই এপ্রিল স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠায় ইসি৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম