1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্রমণ নিয়ম পুনর্বিবেচনা করা হবে পোল্যান্ডে

১৩ এপ্রিল ২০১০

রাষ্ট্র প্রধান এবং তাঁর ফার্স্ট লেডীর যৌথ শেষকৃত্যের নজির না থাকলেও একজন মুখপাত্র বলেছেন, সব লাশ পোল্যান্ডে এসে পৌঁছানোর পর, একসঙ্গে শেষকৃত্য অনুষ্ঠিত হবে৷

https://p.dw.com/p/MupQ
পোল্যান্ডে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে মোমবাতি জ্বেলে শ্রদ্ধা নিবেদনছবি: AP

রাশিয়ায় বিমান দূর্ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীর জেনারেলদের মৃত্যুর পর, সামরিক কর্মকর্তাদের জন্যে ভ্রমণ নিয়ম পুনর্বিবেচনা করবেন পোল্যান্ডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ব্রনিসল কমোরোভস্কি৷

শনিবার রাশিয়ার পশ্চিমাঞ্চলে বিমান দূর্ঘটনায় ৯৬ জনের মৃত্যুর পর, পোল্যান্ডে সপ্তাহব্যাপী শোক পালনের শুরুতে এই ঘোষণা দেন কমোরোভস্কি৷ এদিকে রাশিয়াতেও সোমবার শোক দিবস পালিত হয়৷ প্রেসিডেন্ট লেখ কাচিন্সকির মরদেহ রাষ্ট্রীয় শেষকৃত্যের আগ পর্যন্ত ওয়ারশতে রাখা হয়েছে৷ শনিবার রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হবার কথা রয়েছে৷ সরকারি কর্মকর্তারা বলছেন, এই ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সব দেহাবশেষ পোল্যান্ডে ফিরিয়ে আনার সময়ের ওপর৷

এদিকে নিহত প্রেসিডেন্টের স্ত্রী মারিয়া কাচিন্সকার লাশ শনাক্ত করা গেছে এবং মঙ্গলবার লাশ পোল্যান্ডে ফিরিয়ে আনা হবে৷ রাষ্ট্র প্রধান এবং তাঁর ফার্স্ট লেডীর যৌথ শেষকৃত্যের নজির না থাকলেও একজন মুখপাত্র বলেছেন, সব লাশ পোল্যান্ডে এসে পৌঁছানোর পর, একসঙ্গে শেষকৃত্য অনুষ্ঠিত হবে৷ নিহতদের সনাক্ত করতে স্মোলেন্সকে এখনও কাজ করে চলেছেন রুশ এবং পোলিশ কর্মকর্তারা৷ নিহত নেতৃবৃন্দকে নিয়ে পোল্যান্ডের একটি সরকারি বিমান গত শনিবার ঘন কুয়াশায় বিধ্বস্ত হয়৷

Russland Polen Trauer zum Tod von Präsident Lech Kaczynski in Smolensk
স্মোলেন্সকে বিমানের ধ্বংসাবশেষছবি: AP

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত গোয়েন্দা বাহিনীর হাতে নিহত পোলিশ সৈন্যদের একটি স্মরন অনুষ্ঠানে যোগ দিতে স্মোলেন্সক অঞ্চলে গিয়েছিলেন প্রেসিডেন্ট সহ পোল্যান্ডের উর্ধ্বতন সামরিক ও সরকারি কর্মকর্তারা৷ এটি ছিল ঐ গণহত্যার ৭০ তম বার্ষিকী৷

এই দূর্ঘটনার কারণে পোল্যান্ডে সৃষ্টি হয়েছে এক বিশাল শুন্যতা৷ প্রেসিডেন্ট-এর ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন ব্রনিসল কমোরোভস্কি৷ সংসদের স্পিকার পদের জন্যে নতুন নির্বাচন প্রয়োজন৷ প্রেসিডেন্ট কমোরোভস্কি সোমবার বলেন, আমার প্রথম কাজ হচ্ছে উর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের ভ্রমণ নিয়ম পুনর্বিবেচনার জন্যে নতুন জাতীয় নিরাপত্তা ব্যুরো (বিবিএন)-এর প্রধানকে নিয়োগ দেয়া৷ ঐ বিমান দূর্ঘটনায় বিবিএন-এর প্রধানও প্রাণ হারান৷

প্রেসিডেন্ট ব্রনিসল কমোরোভস্কি আরও বলেছেন, সংবিধানের নিয়ম মেনে ১৪ দিনের মধ্যে তিনি আগাম নির্বাচনের ডাক দেবেন৷ এবং আরো ৬০ দিনের মধ্যে হতে হবে ভোট ৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম