1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান বিমানবন্দরে ধর্মঘট

১০ জানুয়ারি ২০১৯

জার্মানির তিন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা বৃহস্পতিবার ধর্মঘটে যাওয়ায় ছয়শ'রও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে৷ ফলে এক লক্ষেরও বেশি যাত্রী সমস্যায় পড়েছেন৷

https://p.dw.com/p/3BIPc
ছবি: picture-alliance/dpa

স্থানীয় সময় ভোর তিনটায় শুরু হওয়া এই ধর্মঘট চলবে মধ্যরাত পর্যন্ত৷

জার্মানির তৃতীয় বৃহত্তম বিমানবন্দর ড্যুসেলডর্ফসের মতো কোলন/বন ও স্টুটগার্ট বিমানবন্দরেও ধর্মঘট চলছে৷ এই বিমানবন্দরগুলোতে বৃহস্পতিবার মোট ১,০৫০টি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা৷ এর মধ্যে প্রায় ৬৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে৷

কোলন/বন বিমানবন্দরে কার্গো বিমান পরিচালনায়ও ধীরগতি এসেছে৷

এদিকে, ধর্মঘটের কারণে জার্মানির অন্যান্য বিমানবন্দরের যাত্রীরাও সমস্যায় পড়ছেন৷ কারণ, ঐ তিন বিমানবন্দর থেকে বিমান ছেড়ে অন্য বিমানবন্দরে যেতে না পারলে, সেখান থেকে ঐ বিমানগুলো দিয়ে যেসব ফ্লাইট পরিচালিত হওয়ার কথা ছিল, তা সম্ভব হচ্ছে না৷ তাই বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরুর আগে যাত্রীদের তাঁদের ফ্লাইট স্ট্যাটাস দেখে নেয়ার পরামর্শ দিয়েছে ‘বার্লিন এয়ারপোর্ট সার্ভিস’৷

দাবি

নিরাপত্তা কর্মীরা তাঁদের মজুরি ঘণ্টাপ্রতি ১৭ ইউরো থেকে বাড়িয়ে ২০ ইউরো করার দাবি জানিয়েছেন৷ অর্থাৎ, প্রায় ১৮ শতাংশ মজুরি বাড়াতে চাইছেন তাঁরা৷ তবে মালিকপক্ষ দুই থেকে আট শতাংশ মজুরি বাড়ানোর প্রস্তাব দিয়েছে৷

দাবি আদায়ে সোমবার বার্লিনের দুটি বিমানবন্দরে প্রথমবারের মতো ধর্মঘট করেছিলেন সেখানকার নিরাপত্তা কর্মীরা৷ অল্প পরিসরে ঐ ধর্মঘটের কারণে অবশ্য ৫০টির মতো ফ্লাইট বাতিল করতে হয়েছিল৷

বৃহস্পতিবার নিরাপত্তা কর্মীরা ব্যানার ও বাঁশি বাজিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷

মালিকপক্ষের সঙ্গে নিরাপত্তা কর্মীদের প্রতিনিধিত্ব করা সংগঠন ভ্যার্ডি’র পরবর্তী আলোচনা ২৩ জানুয়ারি হওয়ার কথা৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, এপি, এএফপি)