1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মদিরেক্ষণে দিলে দেখা, আবাস কোথায়’

২০ জানুয়ারি ২০১১

‘উদাসিনী বেশে বিদেশিনী কে সে’... একদম ভুল লিখেছেন মহর্ষি দেবেন ঠাকুরের পুত্র, মানে, আমাদের রবীন্দ্রনাথ৷ কেউ উদাসিনী নয়, বিদেশিনিও নয়৷ প্রত্যেকে ঘরের পরী – নামে মডেল, এই যা৷

https://p.dw.com/p/zzxk
সাজসজ্জায় ঝকমারি, কাকে রেখে কাকে দেখিছবি: picture-alliance/dpa

লিখেছেন একটি কবিতায় তুষার রায় :

‘প্রেমের কঠিন প্ল্যাটিনামে শিহরিত জনগণ

ফ্যাশন প্যারেডে জিনাত আমন৷'

রূপকথায় পরী আছে৷ পরীর ডানাও আছে৷ জীবন্ত পরী কেউ দেখেনি৷ দেখবে না কস্মিনকালেও৷ না দেখলেও সুন্দরীর উপমায় বলা হয়, ‘ডানাকাটা পরী'৷ উপমা মিথ্যে নয়৷ বার্লিনে এখন আন্তর্জাতিক পরীর সমাবেশ৷ কালাধলা বাদ নেই৷ এসেছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর-দক্ষিণ আমেরিকা, এমনকি মধ্যপ্রাচ্য থেকেও৷ বয়স ২০ থেকে পঁচিশ৷ কারো সোনালি, কারো কালো, লাল-নীল-সবুজ-হলুদ-মেরুন রঙের চুল৷ ভ্রূ-যুগলের উপরে-নিচে হরেক মাঞ্জা, তথা মাসকারা৷ পরনে চোখ-ধাঁধানো পোশাক৷ হাতে-কণ্ঠায় বাহারি গহনা৷

মঞ্চে ঝাঁকঝাঁক ডানাকাটা পরীর আসা-যাওয়া৷ সাজসজ্জায় ঝকমারি৷ কাকে রেখে কাকে দেখি৷

Flash-Galerie Berlin Fashion Week 2011
কোনটা যে ছেলে আর কোনটা যে মেয়ে বোঝা বড় দায়!ছবি: picture alliance / dpa

‘রক্তেপ্রেমে জাগে শিহরণ

ফ্যাশন প্যারেডে জিনাত আমন৷'

এই জিনাত আমনরা দেশি-বিদেশি মডেল৷ বার্লিনে চলছে আন্তর্জাতিক ফ্যাশন শো৷ ফ্যাশন শো'এর পোশাকি নাম ‘প্রিমিয়াম'৷ আয়োজক মার্সিডিজ-বেনৎস৷ শো-য়ে প্রদর্শকের সংখ্যা ২,৩২৮৷ বিশ্বের বৃহত্তম ফ্যাশন শো৷

প্যারিস, মিলান, রোম, নিউ ইয়র্ক, টোকিও, মাদ্রিদকেও হার মানিয়েছে৷ এই ফ্যাশন শো-য়ে ভারত হাজির৷ মুম্বই, দিল্লির পোশাক-নির্মাতা এবং মডেলও উপস্থিত৷ শাড়ি, সালোয়ার-কামিজ ছাড়াও যে প্যান্ট-শার্ট তৈরিতে অদ্বিতীয়, প্রদর্শন করছে৷ কিন্তু ভারতীয় সব স্টলে কেন শাহরুখ খান, ঐশ্বর্য রাই'এর ছবি ?

কেবল লেডিজ ফ্যাশন শো নয়, জেন্টেলম্যানেরও ফ্যাশন শো৷ পুরুষের সব রকম পোশাক তথা ফ্যাশন প্রদর্শিত৷ জুতো, মোজা থেকে শুরু করে প্যান্ট-শার্ট-কোট মায় ঘড়ি, টাই-ও৷ কত রকম টাই, দেখলে পৈতাধারী বামুন হয়তো কইবে, ‘পরানডারে ইচ্ছা করে টাই দিয়া বান্ধি'৷

বার্লিনের এই আন্তর্জাতিক ফ্যাশন শো-য়ের হলের প্রবেশমুখে অন্তত ২৫০ মানুষ, হাতে প্ল্যাকার্ড, পোস্টার৷ দাবি জানায়, ‘ফ্যাশন শো বন্ধ করো, পোশাক পাঠাও তৃতীয় বিশ্বে, গরীব দেশে'৷ না, কেউ পাঠাবেনা, ফ্যাশন ব্যবসায়ীরা৷ ওঁদের কথা, ফ্যাশন গ্লোবাল-ভিলেজময়৷ এই ফ্যাশন এথনিক ও আধুনিক৷ অল্প মজুরিতে পোশাক নির্মাতা যে হা-ঘরের তৃতীয় বিশ্বের শ্রমিক, ভুলে যান ওঁরা৷ ভোলার-কালচারে ভুলে আন্তর্জাতিক ফ্যাশন শো৷

ভুললেও, হুরপরীরা যখন মদিরারেক্ষনে দেখা দেন, কোথায় আবাস ওদের? কবিতায় প্রশ্ন তুলেছেন বিষ্ণু দে :

‘শতচ্ছিন্ন মানুষ কোন দেশী,

কে আজ ঘরের, বিদেশি?'

প্রতিবেদন: দাউদ হায়দার, বার্লিন

সম্পাদনা: সঞ্জীব বর্মন