1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার আহ্বান ভেস্টারভেলের

২৪ মে ২০১০

জার্মান পররাষ্ট্র মন্ত্রী গিডো ভেস্টারভেলে ইসরায়েলি এবং ফিলিস্তিনি নেতাদের প্রতি প্রত্যক্ষ শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন৷ মধ্যপ্রাচ্যে শান্তির প্রশ্ন আঞ্চলিক নয়, এটি আন্তর্জাতিক উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেন তিনি৷

https://p.dw.com/p/NVTW
সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল আসাদের সাথে গিডো ভেস্টারভেলেছবি: AP

লেবানন এবং মিশর সফর শেষে রবিবার জর্ডান পৌঁছন ভেস্টারভেলে৷ সেখানে তিনি জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সাথে বৈঠক করেন৷ পরে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রী নাসের জুদেহ এর সাথে যৌথ সংবাদ সম্মেলনে ভেস্টারভেলে বলেন, পরোক্ষ আলোচনা কিংবা আলোচনার কাছাকাছি পৌঁছানোর বদলে এখন সময় প্রত্যক্ষ শান্তি আলোচনা শুরু করার৷ এর মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা সহজতর হবে বলে আশা প্রকাশ করেন ভেস্টারভেলে৷ তিনি বলেন, ‘‘আগামীর মাসগুলো হবে আরো মারাত্মক৷ তাই আমরা সব পক্ষকেই প্রত্যক্ষ আলোচনা শুরুর আহ্বান জানাই৷ আর এটিই দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার একমাত্র পথ৷'' মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত জর্জ মিচেলের শান্তি আলোচনা প্রক্রিয়া শুরুর যে প্রচেষ্টা, তার সাথে সমন্বয় করে কাজ করতে চায় জার্মানি বলে ভেস্টারভেলে মন্তব্য করেন৷

NO FLASH Westerwelle und Nasser Judeh
গিডো ভেস্টারভেলে এবং জর্ডানের পররাষ্ট্র মন্ত্রী নাসের জুদেহছবি: AP

এছাড়া তিনি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় সিরিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন৷ জর্ডান থেকে দামেস্ক পৌঁছে এমন মন্তব্য করেন এই জার্মান নেতা৷ সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল-আসাদের সাথে বৈঠকের পর তিনি বলেন, ‘‘মধ্যপ্রচ্য শান্তি প্রক্রিয়ায় গঠনমূলক সমাধান পেতে সিরিয়ার সাথে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আমরাও এটা চাই এবং তাই সিরিয়া দিয়েই এবারের মধ্যপ্রাচ্য সফর শেষ করছি৷'' এছাড়া সিরিয়ার অর্থনৈতিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে দেশটির সম্পর্ক বৃদ্ধির জন্য সহায়তা করার আশ্বাস দেন ভেস্টারভেলে৷ দামেস্কে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ওয়ালিদ আল-মোয়াল্লেমের সাথে যৌথ সংবাদ সম্মেলনে ভেস্টারভেলে বলেন, ‘‘জার্মানি সবসময় বসতি স্থাপন নীতি এবং ঐ অঞ্চলে সহিংসতার বিরোধী এবং শান্তি প্রতিষ্ঠার জন্য উদারপন্থী গোষ্ঠীগুলোর পক্ষে রয়েছে৷'' ইসরায়েলি-ফিলিস্তিনি আলোচনা শুরু করতে সব পক্ষকে উৎসাহিত করতে সম্ভব সবকিছুই করা হবে বলেও উল্লেখ করেন তিনি৷

তবে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা বিঘ্নিত করার জন্য ইসরায়েলের প্রতি দোষারোপ করেন মোয়াল্লেম৷ ইসরায়েলের চলমান নিরাপত্তা মহড়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘ইসরায়েল যুদ্ধের দামামা বাজাচ্ছে৷'' অবশ্য তুরস্কের মধ্যস্থতায় ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে আলোচনার ক্ষেত্রে ইউরোপীয় উদ্যোগকে স্বাগত জানান মোয়াল্লেম৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী