1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবার ভেঙে যাচ্ছে?

২৫ সেপ্টেম্বর ২০১০

প্রায় দুই বছর পর শুরু হওয়া মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবার ভেঙে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ এই পরিণতি ঠেকাতে আজ শনিবার বৈঠকে বসছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷

https://p.dw.com/p/PMb8
এই সখ্যতা থাকছেনা?ছবি: AP

শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ফিলিস্তিন বরাবরই একটা দাবি জানিয়ে আসছিল৷ আর সেটা হলো, পশ্চিম তীরে ইসরায়েলি অধিকৃত এলাকায় অবৈধ বসতি নির্মাণ বন্ধের সময়সীমা বাড়ানো৷ গত ১০ মাস ধরে সেখানে অবৈধ বসতি নির্মাণ বন্ধ রয়েছে৷ তবে আগামীকাল রবিবার সেই সময়সীমা শেষ হচ্ছে৷ এরপর ইসরায়েল আবার নির্মাণ কাজ শুরু করতে পারে বলে আভাস দিয়েছে৷ তবে আজই টেলিভিশনে দেয়া এক ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি পুনরায় বসতি স্থাপনের কাজ শুরু করে তবে তিনি শান্তি আলোচনা থেকে সরে আসবেন৷

যুক্তরাষ্ট্রের চেষ্টা অব্যাহত

আলোচনা টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ গতকালই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এক দফা বৈঠক করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে৷ বৈঠকে ক্লিন্টন আব্বাসকে আলোচনা না ভাঙার আহ্বান জানিয়েছেন৷ তবে তাতে পরিস্থিতির কোন উন্নতি হয়নি বলে জানিয়েছেন আব্বাস৷ তবে আজ আবার তাঁরা বৈঠকে বসবেন বলে জানিয়েছেন তিনি৷ এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বসতি স্থাপন বন্ধ রাখার সময়সীমা আরও বাড়ানো উচিত৷ ওবামার এই বক্তব্যের প্রেক্ষিতে এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা মন্তব্য করেছেন, হয়তো কিছু পরিমাণ বসতি স্থাপনের কাজ বন্ধ রাখা যেতে পারে, কিন্তু পুরোপুরি সম্ভব নয়৷ তবে ফিলিস্তিন পরিষ্কার জানিয়ে দিয়েছে, বসতি স্থাপনের কাজ পুরোপুরিই বন্ধ রাখতে হবে৷

এদিকে ফিলিস্তিনের শাসক দল ফাতাহ ও হামাসের মধ্যে একটা সমঝোতা হচ্ছে বলে মনে হচ্ছে৷ গতকালই সিরিয়াতে এই দুদলের নেতাদের মধ্যে একটা বৈঠক হয়েছে৷ এরপর এক যৌথ বিবৃতিতে দুদলই একটি বিরোধ মীমাংসা চুক্তি করতে আবার বৈঠকে বসার কথা বলেছে৷ চুক্তিটি কায়রোতে স্বাক্ষরিত হবে বলেও জানানো হয়েছে ঐ বিবৃতিতে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন