1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মদ্যপান থেকে বিরত থাকুন!

১৭ জানুয়ারি ২০১৪

আপনি কি মধ্যবয়স্ক? মদ্যপানের অভ্যাস আছে? তবে আজ থেকেই সাবধান হন৷ কেননা এতে আপনার মানসিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে৷ কমতে পারে স্মৃতিধারণ ক্ষমতাও৷ ব্রিটেনের ৫ হাজার সরকারি কর্মচারির উপর দীর্ঘ গবেষণায় এই ফল পাওয়া গেছে৷

https://p.dw.com/p/1As6r
Symbolbild Alkoholismus Alkohol
ছবি: Fotolia/Africa Studio

যাঁরা বেশি মদ খান এবং যাঁরা প্রতিদিনই খান তবে খুব সামান্য – এই দুটি দলের মধ্যে বয়স অনুযায়ী তুলনা করে দেখা হয়েছে৷ বুধবার জার্নাল নিউরোলজিতে রিপোর্টটি প্রকাশ হয়৷ প্রতি পাঁচ বছর পর ঐ ব্যক্তিদের মানসিক অবস্থার পরীক্ষা নেয়া হয়েছে৷ অর্থাৎ তাঁদের চিন্তা-ভাবনা, কার্যকারণ ক্ষমতা ও স্মৃতি ধরে রাখার ক্ষমতা পরীক্ষা করা হয়৷ এ পরীক্ষায় এমন সব বয়সের মানুষ নেয়া হয়েছিল, যাঁদের গড় বয়স এখন ৫৬৷ তাঁরা প্রতিদিন কি পরিমাণ মদ খেত, তার হিসেব রাখা হতো৷ গত ২০ বছর ধরে বিভিন্ন প্রশ্নপত্রের মাধ্যকে তাঁদের মদ খাওয়া ও মানসিক অবস্থা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে৷

Symbolbild Alkoholismus Alkohol
মদ্যপান স্মৃতিশক্তিরও ক্ষতি করতে পারে...ছবি: Fotolia/lassedesignen

মানসিক অবস্থার অবনতি দেখা গেছে সেই দলটিতে, যেখানে সবাই বেশি পরিমাণে মদ খেত৷ ৪৬৯ জন আছেন এই তালিকায়৷ যাঁরা প্রতিদিন কমপক্ষে ১৩ আউন্স মদ অথবা ৩০ আউন্স বিয়ার পান করেন এবং তীব্রভাবে পানাসক্ত ব্যক্তির ক্ষেত্রে পরিমাণটা প্রায় তিনগুন৷

তবে গবেষকরা এখানে নারীদের বয়সের উপর মদের কোনো প্রভাব দেখতে পাননি৷ গবেষণার ক্ষেত্রে অনেক কম মহিলা পেয়েছেন যাঁরা বেশি মদ খান, কিন্তু তাঁদের বয়সের সাথে সাথে মানসিক স্বাস্থ্যের উপর কোনো প্রভাব দেখতে পাননি বলে জানিয়েছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন-এর গবেষক ও এই গবেষণা প্রতিবেদনের লেখিকা সেভেরিন সাবিয়া৷ দেখা যাচ্ছে, নিয়মিত মধ্যপানের ফলে দুই বছর পর মধ্যবয়সি অধিক মদ্যপ ব্যক্তিদের কার্যক্ষমতা কমে যায় এবং পরবর্তী ছয় বছরে তাঁদের স্মৃতি ধারণ ক্ষমতাও কমতে থাকে৷

একটি ই-মেলে সাবিয়া বার্তা সংস্থা এপি-কে জানিয়েছেন, ঠিক কোন বয়সে মানুষের জন্য মদ খাওয়াটা ঝুঁকিপূর্ণ সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়৷ সাবিয়া বলছেন, তাঁর বিশ্বাস যে কারো কারো চোখে হয়ত এই পার্থক্যটা ধরা পড়া সম্ভব৷ তবে এই গবেষণার সমালোচনা করেছেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ‘সাবসটেন্স অ্যাবিউজ' বিষয়ক গবেষক সারা জো নিক্সন৷ তাঁর মতে, নতুন এই গবেষণায় দেখানো হয়েছে যে, মদ্যপান ও তার সাথে মানসিক অবস্থার সম্পর্ক৷ গবেষণায় বেশ কিছু সংবেদনশীল মানসিক পরীক্ষা নেয়া হয়েছে, যা প্রাত্যহিক জীবনের নানা ঘটনার কারণেও মানসিক অবস্থায় প্রভাব ফেলতে পারে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য