1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ

৩১ অক্টোবর ২০১০

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশন প্রধান ষ্টিফেন ফ্রয়েন বলেছেন, ২০২১ সাল নাগাদ বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিণত হবে৷ আর এই অর্জনে বাংলাদেশের পাশে থাকবে ইইউ৷

https://p.dw.com/p/Pv2t
European, Commission, Dhaka, Bangladesh, ইউরোপীয়, ইউনিয়ন, বাংলাদেশ,
ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের একটি চুক্তি স্বাক্ষর পর্ব (ফাইল ছবি)ছবি: DW

বাংলাদেশের মানুষের এখন মাথাপিছু গড় আয় ৭শ' ডলার ছাড়িয়েছে৷ প্রবৃদ্ধির হার শতকরা প্রায় ৬ ভাগ৷ বাংলাদেশের এখন লক্ষ্য ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হওয়া৷ বর্তমান মহজোট সরকার এজন্য ‘ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান' ঘোষণা করছে৷ স্বাধীনতার রজত জয়ন্তীতে ২ হাজার থেকে ৩ হাজার ডলার মাথাপিছু আয়ের লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ৷ আর বাংলাদেশকে একাজে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়৷

১৯৭৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক শুরু৷ ২০০১ সালে স্বাক্ষরিত হয় সহযোগিতা চুক্তি৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জন, দারিদ্র্য দূরীকরণ ছাড়াও বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন৷

রোববার ঢাকায় এক কর্মশালায় ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশন প্রধান ষ্টিফেন ফ্রয়েন বলেন, এই সহযোগিতার সম্পর্ক আরো সম্প্রসারিত হবে৷ তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে যে উদ্যোগ নিয়েছে তাতে ২০২১ সাল নাগাদ বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিণত হবে৷ আর ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে৷

ইতালিতে বাংলাদেশি অভিবাসী সংক্রান্ত কর্মশালায় ষ্টিফেন ফ্রয়েন বলেন, বিষয়টি দু'দেশের জন্যই গুরুত্বপূর্ণ৷ এর মাধ্যমে দু'দেশই তাদের সম্পদ ও মেধা ব্যবহার করে লাভবান হতে পারে৷ আর লাভবান হবে বিশ্ব অর্থনীতি৷

ইউরোপীয় দূত বলেন, বাংলাদেশকে আরো দক্ষ জনশক্তি তৈরি করতে হবে৷ আর দক্ষ জনশক্তির অভিবাসনকে তারা স্বাগত জানায়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন