1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মনে হতে পারে আমি পিছু হটেছি'

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২০ জুলাই ২০১৭

পরীক্ষার ফলাফল নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষক আরেক শিক্ষকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় যে মামলা করেন, তা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে৷

https://p.dw.com/p/2gqVG
Symbolbild Meinungsfreiheit
ছবি: Fotolia/Radovanov

মামলাটি প্রত্যাহার করার জন্য অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদকে রাজি করাতে ড. ফাহমিদুল হককে অবশ্য আরেকটি ফেসবুক পোস্টের মাধ্যমে দুঃখপ্রকাশ করতে হয়েছে৷ অধ্যাপক ফাহমিদের বিরুদ্ধে অধ্যাপক মনসুর মামলাটি করেন ১৩ জুলাই৷ ফাহমিদ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘এই মামলা দুঃখজনক৷ আমি আইনি লড়াই চালিয়ে যাব৷''

এরপর ১৭ জুলাই দুঃখপ্রকাশ করেন ড. ফাহমিদুল হক৷ তাঁর এই বর্তমান অবস্থান পিছু হটা কিনা জানতে চাইলে তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার যে বর্তমান অবস্থান তাতে এক অর্থে এটাকে পিছু হটা মনেও হতে পারে৷''

দুঃখপ্রকাশের পর এখন বিষয়টি কোন পর্যায়ে আছে জানতে চাইলে অধ্যাপক ফাহমিদ বলেন, ‘‘যিনি অভিযোগকারী তিনি মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নেবেন৷ তিনি প্রক্রিয়া শুরু করেছেন৷ এতে একটু সময় লাগবে৷ তবে আশা করি ধীরে ধীরে সমাধানে পৌঁছে যাব৷''

পোস্টটির জন্য দুঃখপ্রকাশের কথা আবারো নিশ্চিত করে ড. ফাহমিদুল হক বলেন, ‘‘আমি পোস্টটির জন্য দুঃখ প্রকাশ করেছি৷ দুঃখপ্রকাশের পরই তিনি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছেন৷ আমরা দু'জনই একসঙ্গে কাজ শুরু করি৷ আমি দুঃখপ্রকাশ করি এবং তিনি মামলা প্রত্যাহারের উদ্যোগ নেন৷ এই সাজেশনটি এসেছিল আমাদের বিভাগ থেকে, অ্যাকাডেমিক কমিটি থেকে৷''

ফাহমিদুল হক

ড. ফাহমিদ এর আগে ৫৭ ধারার বিরুদ্ধে হাইকোর্টে রিট এবং ক্যাম্পাসে আন্দোলন করছেন৷ সেই ৫৭ ধারার মামলা প্রত্যাহারের জন্য সহকর্মীর কাছে দুঃখপ্রকাশ করা নিয়ে তাঁর এখনকার অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘‘৫৭ ধারার বিরুদ্ধে আমার যে অবস্থান, সেটা এখনো আছে৷ তবে আমার যে বর্তমান অবস্থান তাতে এক অর্থে এটাকে পিছু হটা মনেও হতে পারে৷ তবে নানা দিক ভেবে আমি এই সিদ্ধান্তটি নিয়েছি৷ সেটা আমি এখন ব্যাখ্যা করতে পারছি না৷''

দুঃখপ্রকাশ করার মধ্য দিয়ে পোস্টটির যথার্থতা প্রমাণে আপনি ব্যর্থ হলেন কি? এমন প্রশ্নের জবাবে ড. ফাহমিদ বলেন, ‘‘সেটা বলা একটু মুশকিল৷ হয়ত এটা ভিন্নভাবে লেখা যেত৷ তাতে কোনো ঝামেলাও হতো না হয়ত৷ আরেকটু ভেবে চিন্তে লেখা যেতে পারত৷ আমি যেভাবে লিখেছি সেটা হয়ত সঠিক নয়৷ অন্যান্য বিবেচনায় হয়ত সঠিক৷''

তিনি আরো বলেন, ‘‘আমি বেশ কয়েকটি বিষয় ভেবে সিদ্ধান্ত নিয়েছি (দুঃখপ্রকাশের)৷ এটা সবকিছু এখন পরিষ্কার করে বলা সম্ভব নয়৷ যেহেতু আইনি প্রক্রিয়া চলছে আমার পক্ষে এখন আর কিছু বলা সম্ভব নয়৷''

এ নিয়ে অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদের বক্তব্য জানতে বার বার তাঁকে ফোন ও টেক্সট মেসেজ পাঠালেও তিনি কোনো জবাব দেননি৷ তবে তিনি তাঁর ফেসবুক পোস্টে বলেছেন, ‘‘আমার সহকর্মী ড. ফাহমিদুল হক তাঁর ফেসবুক পোস্টে আমার সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রদান করায় আমি মামলা করেছিলাম৷ পরবর্তীতে ড. ফাহমিদ তাঁর সেই ফেসবুক পোস্টটি সঠিক ছিল না বলে স্বীকার করে এবং এর জন্যে আমার নিকট দুঃখপ্রকাশ করেছেন৷ যেহেতু তিনি দুঃখপ্রকাশ করেছেন, তাই আমি মামলাটি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য