1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্ত্রীদের সমালোচনায় মুখর মহাজোট সাংসদরা

১১ মার্চ ২০১১

মন্ত্রীদের সমালোচনায় মুখর মহাজোট সরকারের সাংসদরা, বিশ্বকাপে বাংলাদেশের খেলা আর বিএনপি’র নতুন পরিকল্পনা, এসবই আজকের ঢাকার প্রধান প্রধান খবর৷

https://p.dw.com/p/10XFc
ছবি: DW/Harun Ur Rashid Swapan

মন্ত্রীদের সমালোচনা

মহাজোটের সাংসদরা প্রধানমন্ত্রীর সামনেই মন্ত্রীদের নিয়ে কথা বলেছেন৷ কালের কন্ঠ আর সমকালের আজকের প্রধান প্রতিবেদন এই বিষয়টি নিয়েই৷ ডেইলি স্টারেও রয়েছে খবরটি৷ কালের কন্ঠ শিরোনাম করেছে এভাবে: ‘‘মন্ত্রীরা কথা শোনেন না, কাজও করেন না''৷ বোঝাই যাচ্ছে বেশ খোলামেলা কথাবার্তা হয়েছে৷ সমকালে নাম ধরে ধরে কোন্ সাংসদ কোন্ মন্ত্রীর নামে কী বলেছেন, সেটা প্রকাশ করা হয়েছে৷ সাংসদরা বলছেন গতবারের চেয়ে এবার দলীয় এমপি'র সংখ্যা বেশি হলেও সরকারকে দুর্বল মনে হচ্ছে৷ এছাড়া মন্ত্রীদের কাছে গেলে তাঁরা সাংসদদের পাত্তা দিতে চান না বলেও প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করা হয়েছে৷ এদিকে মহাজোটের শরীক দলগুলোর সাংসদরা অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে৷ অবশ্য প্রধানমন্ত্রী সব কথা শোনার পর বলেছেন, তারপরও তিনি হতাশ নন৷

বিশ্বকাপ

নানান খবরে ভরপুর পত্রিকার পাতাগুলো৷ এর মধ্যে সাকিবের সাংবাদিক সম্মেলনের খবর রয়েছে সব পত্রিকাতেই৷ যেখানে সাকিব আশা করেছেন তাঁর দল আজ ঘুরে দাঁড়াবে৷ এছাড়া তিনি কথা বলেছেন তাঁকে নিয়ে গত কয়েকদিন ধরে চলা সমালোচনা সম্পর্কেও৷ এটা নাকি এক অর্থে ভালই হয়েছে, বলে মনে করেন তিনি৷ কারণ এর ফলে সমস্ত চাপ তাঁর উপর চলে এসেছে৷ আর বাকী সবাই মুক্ত হয়ে গেছেন৷ ফলে চাপমুক্ত হয়ে খেলতে পারবে সবাই৷ যেটা ম্যাচ জেতার জন্য জরুরি৷ প্রথম আলোতে সাকিবের প্রশ্নোত্তর পর্বের পুরোটাই ছাপা হয়েছে৷

বিএনপি'র নতুন পরিকল্পনা

মন্ত্রণালয়ভিত্তিক ‘থিংকট্যাংক' গঠন করবে বিএনপি৷ যার কাজ হবে নির্ধারিত মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের তথ্য-উপাত্ত মূল্যায়ন করে সম্ভাব্য করণীয় সম্পর্কে সুপারিশমালা জমা দেয়া৷ পরে স্থায়ী কমিটির বৈঠকে ঐসব সুপারিশ আলোচনা করে ভবিষ্যৎ কর্মপন্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে৷ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠক ডেকেছেন খালেদা জিয়া৷ সমকালে রয়েছে খবরটি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী