1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্ত্রীর বাসায় কাঁকড়া ছেড়ে প্রতিবাদ

১১ জুলাই ২০১৯

বাঁধ ভেঙে ১৯ জনের মৃত্যুর জন্য কাঁকড়াকে দায়ী করেছিলেন মন্ত্রী৷ এজন্য অভিনব প্রতিবাদের আশ্রয় নিয়েছে মানুষ৷ মন্ত্রীর বাসায় এনে কাঁকড়া ছেড়ে দিয়েছে তারা৷

https://p.dw.com/p/3LutW
Krabbenwanderung auf der Weihnachtsinsel
ছবি: picture-alliance/Photoshot/X. Yanyan

অভিনব এমন প্রতিবাদের ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে৷ পানি সংরক্ষণ মন্ত্রী তানাজি সাওয়ান্তের বাসায় গিয়ে এমন কাণ্ড ঘটান ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র কর্মীরা৷

ঘটনার বর্ণনা দিয়ে এনডিটিভি জানিয়েছে, ২ জুলাই অতিরিক্ত বৃষ্টির মধ্যে পানির চাপে মহারাষ্ট্রের রত্নাগিরিতে বাঁধ ভেঙে অন্তত ১৯ জনের মৃত্যু হয়৷ এরপর মহারাষ্ট্রের পানি সংরক্ষণ মন্ত্রী তানাজি সাওয়ান্ত বলেছিলেন, কাঁকড়ার জন্য ওই বাঁধের ক্ষতি হয়েছে, তাই বাঁধ ভেঙেছে৷

এই মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার এক বাক্স জ্যান্ত কাঁকড়া নিয়ে গিয়ে মন্ত্রীর বাড়ির সামনে ছেড়ে প্রতিবাদ দেখান এনসিপি কর্মীরা৷ ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷ সংবাদ প্রকাশ করেছে ভারতের এনডিটিভি, আনন্দবাজারসহ বিভিন্ন গণমাধ্যম৷

এর আগে গত সপ্তাহে হাতে কাঁকড়া নিয়ে নাওপাড়া থানায় যান এনসিপি কর্মীরা৷ সেখানে গিয়ে পুলিশকে বলেন, এই কাঁকড়াদের জন্যই যখন বাঁধ ভেঙেছে, তখন এদের গ্রেফতার করা হোক৷ কাঁকড়াদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়েরের কথাও বলেন তারা৷

বাঁধ নির্মাণকারী ঠিকাদারকে বাঁচাতে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার কাঁকড়ার ‘গল্প ফেঁদেছে' বলেও অভিযোগ আন্দোলনকারীদের৷

এমবি/কেএম(এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা)