1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মশলাযুবতী এমাকে জন্মদিনের শুভেচ্ছা

২১ জানুয়ারি ২০১১

এমা বানটন৷ গান লেখিকা, গায়িকা, টিভি ব্যক্তিত্ব, এসব হাজার পরিচয়ের পাশে যেটা সবচেয়ে মনে রাখার মত, তাহল এই এমা আসলে স্পাইস গার্লদের অন্যতম৷ আর আজ এমার জন্মদিন৷

https://p.dw.com/p/100PF
স্পাইস গার্ল, এমা বানটন, লন্ডন, গান, সঙ্গীত, নাচ, স্টেজ, মঞ্চ, জন্ম, যুবতী. সম্পর্ক, পুরুষ, নারী
স্পাইস গার্লেরা৷ বাঁদিক থেকে ভিক্টোরিয়া, এমা আর গেরিছবি: AP

১৯৭৬ সালের ২১ জানুয়ারি জন্ম৷ তাহলে বয়স দাঁড়াল গিয়ে ঠিকঠাক পঁয়ত্রিশের ঘরে৷ এই ৩৫ বছরের জীবনে বেশ দারুণ সব সাফল্যের ছবি দেখে নিয়েছেন স্বর্ণকেশী এমা৷ লন্ডনের উত্তরাঞ্চলে বিবাহবিচ্ছিন্ন বাবা মায়ের ঘরে জন্মে মায়ের কাছেই মানুষ হয়েছেন এমা৷ পড়াশোনা মূলত থিয়েটার এবং গান বাজনা নিয়েই৷ কিন্তু প্রথম কাজ টিভি সিরিয়ালে৷ বিবিসি-র ‘টু প্লে দ্য কিং'- নাটকে এক রূপোপজীবিনীর ভূমিকায় এমার অভিনয় বেশ চমকে দিয়েছিল দর্শকদের৷

দর্শকদের জন্য এমার আসল চমক বাকি ছিল ১৯৯৩ সালে৷ সেই সময়ে যখন, তখনকার স্পাইস গার্ল ব্যান্ড থেকে ছেড়ে চলে গেলেন মিশেল স্টিফেনসন৷ তার জায়গাতে আসা এমাকে ‘বেবি স্পাইস' নামেই সকলে চিনল সেদিন, কারণ তার বয়স তখন মাত্রই সতেরো৷ তো, আবির্ভাবেই এমার কন্ঠ, তার নিজের লেখা, সুর দেওয়া এবং গাওয়া গান ‘ওয়ানাবে' রীতিমত হৈচৈ ফেলে দিল পপ গানের দুনিয়ায়৷ সেই ওয়ানাবে থেকেই জয়যাত্রা শুরু হল এমার৷ এই প্রথম হিট গানটাই গোটা দুনিয়ার ৩৭ টা দেশে একসঙ্গে টপ চার্টে চলে গেল খুব দ্রুত৷ এমা বানটনকেও চিনে নিল দুনিয়া৷

এমার দুনিয়াটা কিন্তু অন্যরকম৷ ‘চেরিব্ল্যাক স্টোন' ব্যান্ড-এর লিড গায়ক জেড জোনস আর এমার সম্পর্ক দশ বছর ধরে অমলিন৷ একটি সন্তানও রয়েছে এই যুগলের৷ মিডিয়ায় বহুবার দুজনের বিচ্ছেদ নিয়ে চর্চা হয়েছে৷ এমা নিজেই বলেছেন, সেসবই হল গুজব৷ তবে প্রথাগত বিয়েতে বিশ্বাসী নন এমা৷ সেকথাও জানিয়ে দিয়েছেন৷ আর তাই, গর্ভে দ্বিতীয় সন্তানকে নিয়েই এবারের জন্মদিনটাও এমা কাটাচ্ছেন জেড জোনস-এর সঙ্গেই৷ আগামী মে মাসে পরের সন্তান ভূমিষ্ঠ হবে এমার৷ তার আগে এই জন্মদিনের জন্য মশলাতরুণী স্পাইস গার্লকে ডয়চে ভেলে জানাচ্ছে মশলাদার শুভেচ্ছা৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন