1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নগর পরিবহণে বিপ্লব আসতে পারে

৩ মে ২০২২

নগর পরিবহণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে মহাকাশ প্রযুক্তি কাজে লাগানো যেতে পারে৷ প্রচলিত ধারণার বাইরে সার্বিক সমাধানসূত্র হিসেবে বেশ কয়েকটি প্রকল্প পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে৷

https://p.dw.com/p/4AkCz
REV Seilbahn Future Now
ছবি: DW

নগর পরিবহণের উন্নতির লক্ষ্যে জার্মানির আপ বাস নামের প্রকল্পের আওতায় একই যানকে কখনো শূন্যে, কখনোবা মাটির উপর চালাতে গেলে এক কাপলিংয়ের মাধ্যমে প্ল্যাটফর্ম ও গন্ডোলা সংযুক্ত করা হয়, যেটি আসলে মহাকাশে স্যাটেলাইট মডিউলের জন্য তৈরি করা হয়েছিল৷ আখেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টোবিয়াস মাইনার্ট বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘‘এটা স্যাটেলাইট প্রযুক্তির গুরুত্বপূর্ণ অংশ, এটাকে ইন্টেলিজেন্ট স্পেস কাপলিং বলা হয়৷ ইন্টারফেসের সঙ্গে আমরা চারটি কাপলিং করতে পারি, যে কারণে বিষয়টি একেবারে অনবদ্য৷ ভেতরের অংশে একটি রিং আছে, যা মেকানিকাল ইন্টারফেস৷ সেটির মাধ্যমে আমরা বিভিন্ন মডিউল সংযুক্ত করি৷ ছিদ্রসহ এসব পিনের মাধ্যমে বিদ্যুৎ পাঠানো হয়৷ মাঝের অংশে ডেটা ট্রান্সমিশন করা হয়৷ বাইরের অংশের তামার রিং উত্তাপ বহন করে৷''

ক্যাবল কারের সঙ্গে স্কেটবোর্ড নামে পরিচিত চাকাসহ প্ল্যাটফর্ম প্রয়োজন অনুযায়ী যুক্ত করার ক্ষেত্রে স্পেস কাপলিং আদর্শ পদ্ধতি৷ বাস্তবে একাধিক পরীক্ষায় তার প্রমাণ পাওয়া গেছে৷ আপ বাস আরো উন্নত করতে জোরালো উদ্যোগ চলছে৷ এই কনসেপ্ট নগর পরিবহণের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে পারে৷

এই যান ইউরোপের বড় শহরগুলির পরিবেশের উন্নতির ক্ষেত্রে অবদান রাখতে পারে৷ আখেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাই উভে শ্র্যোডার বলেন, ‘‘পরিবহণের মূল স্রোত এক স্তর উপরে আনতে পারলে কোনো অসুবিধা ছাড়াই নীচের পরিবহণের স্তর আবার মানুষের জন্য ছেড়ে দেওয়া যাবে৷ কেবেল কারটিকে বাস হিসেবেও চালানো যায় বলে প্রয়োজনমতো ফাইন টিউনিংও করা যায়৷ আমার মতে, এটা গণপরিবহণ ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করার অন্যতম গুরুত্বপূর্ণ চাবিকাঠি৷ কোনো কিছু নিষিদ্ধ করে বা বাধানিষেধের মাধ্যমে বাধ্য করার প্রয়োজন নেই৷''

পরিবহনে বিপ্লবের সম্ভাবনা

ফ্রান্সের সিট্রোয়েন গাড়ি কোম্পানি এই স্কেটবোর্ড দেখে প্রেরণা পেয়েছে৷ গণপরিবহণের এক বিশেষ রোমাঞ্চকর রূপ দিতে চায় এই কোম্পানি৷ এর আওতায় কোনো ক্রেতা চার চাকার প্ল্যাটফর্ম অর্ডার দিতে পারবেন, যেটির উপরে নানা ধরনের খোলস থাকতে পারে৷ যেমন একটি মিনিবাসে ফিটনেসের বন্দোবস্ত থাকবে৷

অন্য একটি খোলসের মধ্যে বিলাসবহুল এক লাউঞ্জ থাকবে, যার ফলে আরামদায়ক পরিবেশে শহরের মধ্য দিয়ে যাওয়া যাবে৷ কোম্পানির প্রধান ভ্যাঁসঁ কোবে বলেন, ‘‘শহরের চাবিকাঠি আপনাকে ফেরত দেওয়া হবে৷ খেয়াল রাখবেন, পরিবহণের সময় কোয়ালিটি টাইম, আপনার জন্য মূল্যবান৷''

ইটালডিজাইন নামের কোম্পানিও এয়ারবাসের সঙ্গে হাত মিলিয়ে স্কেটবোর্ডের এই কনসেপ্টের ভিত্তিতে পরিবহণের স্বপ্ন দেখছে৷ এর আওতায় যাত্রীবাহী এক কেবিন কখনো কোয়াডকপ্টারে ঝুলে পড়ে আকাশে উড়বে, কখনো বা চার চাকার প্ল্যাটফর্মের উপর নেমে গাড়ি হয়ে উঠবে৷

এই প্রকল্পের নাম পপআপ, যা বড় শহরে ব্যক্তিগত পরিবহণের নতুন মাত্রা যোগ করতে চায়৷ কিন্তু মোবিলিটির এই রূপও কাপলিং ছাড়া কাজ করবে না৷ আখেন শহরে মহাকাশের জন্য তৈরি এই কাপলিং সেখানেও প্রয়োজন৷ কাই উভে শ্র্যোডার বলেন, ‘‘এই প্লাগ ট্রান্সমডিউলার পরিবহণের চাবিকাঠি৷ আমি এমন অনেক ভিডিও দেখেছি, যেখানে কোয়াডকপ্টারের সঙ্গে গাড়ি যুক্ত করে উড়ে যায়৷ তখন সব সময়ে পিক্সি ডাস্ট আসে৷ সেটা একটা সমস্যা৷''

একবার আকাশে উড়লে কোনো এক সময়ে অবতরণও করতে হয়৷ তাই তৃতীয় মাত্রার এই পরিবহণের জমির সঙ্গেও সংযোগের প্রয়োজন৷ তবে এটা ঠিক যে, ভবিষ্যতে শহরের মোবিলিটি অবশ্যই আকাশ ছুঁতে চলেছে৷

গেয়ারহার্ড সনলাইটনার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান