1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি পরিবর্তন চায়

২৭ সেপ্টেম্বর ২০২১

জার্মান ভোটারেরা দেশের রাজনৈতিক পটভূমিতে বিশাল পরিবর্তন এনেছেন৷ বড় দুই দলের প্রভাবকে ইতিহাসের পাতায় বন্দি করেছেন - অন্তত এখন পর্যন্ত৷ এই পরিবর্তন দরকার ছিল বলে মনে করেন ডিডাব্লিউর প্রধান সম্পাদক মানুয়েলা কাসপার-ক্লারিজ৷

https://p.dw.com/p/40vIM
Bundestagswahl 2021 | Wahlparty der Grünen
ছবি: Christoph Soeder/dpa/picture alliance

পরিবর্তন এসেছে৷ জার্মান ভোটারেরা জানিয়ে দিয়েছেন শেষ মহাজোট সরকারের ক্ষুদ্র আপোস দিয়ে আর কাজ হবে না৷ এখন জলবায়ু পরিবর্তন, ডিজিটালাইজেশন ও জার্মানির প্রয়োজনীয় আধুনিকীকরণের মতো বড় চ্যালেঞ্জ গ্রহণ করার সময়৷

এসব কাজ শুধুমাত্র ছোট দলগুলোর সঙ্গে মিলে করা সম্ভব৷ পরিবেশবাদী সবুজ দল ও ব্যবসাবান্ধব মুক্ত গণতন্ত্রী এফডিপি দল ছাড়া এবার কিছু করা যাবে না - এবং এটা ভালো বিষয়৷

সবুজ দলের এবার বেশি ভোট পাওয়ার মানে হচ্ছে জার্মান ভোটাররা জলবায়ু পরিবর্তন নিয়ে চিন্তিত৷ সে কারণে জোট সরকার গঠনের আলোচনায় আত্মবিশ্বাস নিয়ে অংশ নিতে পারবে তারা৷

ব্যবসাবান্ধব দল এফডিপিকেও জোট সরকারের আলোচনায় নিতে হবে৷ তারা সবুজ দলের কিছু ইচ্ছায় বাগড়া দিতে পারে৷

ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করা সিডিইউ/সিএসইউ এবার দ্বিতীয় বৃহত্তম দল হলেও তারাও নতুন সরকার গঠনের চেষ্টা করতে পারে৷ এর আগে গত কয়েক দশকে তিনবার এমন ঘটনা ঘটেছে যে, যিনি চ্যান্সেলর হয়েছেন তিনি সবচেয়ে বেশি ভোট পাওয়া দলের ছিলেন না৷

ম্যার্কেল .

নির্বাচনি প্রচারণার শুরুতে সামাজিক গণতন্ত্রী এসপিডি দলের ভোট ছিল মাত্র ১২ শতাংশ৷ সেই অবস্থা থেকে দলকে শীর্ষ দলে পরিণত করেছেন চ্যান্সেলর প্রার্থী ওলাশ শলৎস৷ বর্তমান মহাজোট সরকারে অর্থমন্ত্রী ও ডেপুটি চ্যান্সেলরের দায়িত্ব পালন করা শলৎসকে অনেকে ম্যার্কেল ২.০ মনে করেন৷ কারণ ম্যার্কেলের মত তিনিও বেশি আবেগ না দেখিয়ে কাজের কাজটি করে থাকেন৷

DW Kommentatorenbild Manuela Kasper-Claridge
মানুয়েলা কাসপার, ডয়চে ভেলেছবি: DW/R. Oberhammer

সাময়িক সরকারি ফল বলেছে এবার এসপিডির নেতৃত্বে সবুজ ও এফডিপি দলের সমন্বয়ে জোট সরকার গঠনের সম্ভাবনা বেশি৷ কিন্তু সবুজ ও এফডিপি দলের মতো দুটো দলের সঙ্গে এ সংক্রান্ত আলোচনা সহজ হবে না৷ কারণ জলবায়ু পরিবর্তন ও কর আরোপ এই দুটি বিষয়ে ঐ দুই দলের মধ্যে বেশ মতপার্থক্য রয়েছে৷

অর্থাৎ নতুন সরকার কেমন হতে যাচ্ছে তা নিয়ে অনিশ্চয়তা থাকছে৷ তবে ভোটারেরা জানিয়ে দিয়েছেন তারা আঙ্গেলা ম্যার্কেলের নীতির ধারাবাহিকতা চান না৷ গত কয়েক দশকের তুলনায় সিডিইউ ও এসপিডির মতো বড় দলগুলোর ক্ষমতা ও প্রভাব অনেক কমে গেছে৷

জার্মানির রাজনীতি আরও রঙিন হয়ে উঠবে৷ ভবিষ্যতের বড় ইস্যুগুলো জলবায়ুবান্ধব ও আধুনিক নীতি দিয়ে মোকাবিলা করার এখনই সময়৷

মানুয়েলা কাসপার-ক্লারিজ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য