1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহামন্দাই দায়ী, ভর্তুকি দিয়েও কাজ হচ্ছে না

১৩ ফেব্রুয়ারি ২০১১

দ্রব্যমূল্য বাড়ছে মহামন্দার জন্য, বললেন হাসিনা৷ বললেন চালের মজুতদারদের খোঁজ চলছে৷ বিএনপি-র সরকার সমালোচনা আর শেরে বাংলায় সন্ত্রাসীদের মহড়া নিতে সেনাবাহিনী নেমে আসা৷ পত্রপত্রিকার শিরোনাম আজ এসবই৷

https://p.dw.com/p/10GOe
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: AP

চাল মজুদ রাখা হচ্ছে কিনা তা দেখবে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক ঊর্ধ্বগতির কারণে বিপুল ভর্তুকি দিয়েও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না৷ শনিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে প্রারম্ভিক বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, মহামন্দার পর সারাবিশ্বে দ্রব্যমূল্য এতো পরিমাণ বেড়েছে যা অতীতে কখনো হয়নি৷ আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জামানতের টাকা বাজেয়াপ্ত হলেও ব্যবসায়ীরা আমদানি করতে চাইছে না৷ এর মধ্যে অন্য কারসাজিও থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ চাল মজুদ রেখে কৃত্রিম উপায়ে দাম বৃদ্ধিরও ষড়যন্ত্র-চক্রান্ত চলছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এসব বিষয় গভীরভাবে তদারকি করা হচ্ছে৷ হাসিনা জানান, সারাদেশে কার কাছে কী পরিমাণ চাল মজুদ আছে তার খোঁজখবর নেওয়া হচ্ছে৷ এদিকে, বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, পৃথিবীর কোনো দেশে বাংলাদেশের মতো কম দামে পণ্য বিক্রি হয় না৷ দেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে দাবি করে তাঁর বক্তব্য, দেশে কেউ না খেয়ে মরছে না, গ্রামে গঞ্জে কোনো হাহাকার নেই৷

ভারসাম্য হারিয়েছে মহাজোট - মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার চাইলে একদিনের মধ্যে পরিবেশ সৃষ্টি করে বিরোধী দলকে সংসদে নিতে পারে৷ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচনী অঙ্গীকার, বাস্তবতা ও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক সুশীল ফোরামের এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন৷ দেশ শাসনের ব্যর্থতা আর বিগত কয়েকটি নির্বাচনে পরাজয়ের ফলে জনসমর্থন হারিয়ে মহাজোট এখন ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে দাবি করেন মওদুদ৷ বিএনপির সিনিয়র এই নেতা আরো বলেন, আমাদের কোনো দাবি নেই৷ সরকারের মনোভাব, আচার-আচরণ এবং চিন্তা-চেতনার পরিবর্তন ঘটলে এই পরিবেশ সহজেই সৃষ্টি হয়ে যাবে৷
সন্ত্রাসী হামলার মহড়া হয়ে গেল শেরে বাংলা স্টেডিয়ামে

হঠাৎ করেই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বোমা ফাটার শব্দ! সন্ত্রাসীরা হামলা করেছে ক্রিকেটারদের ওপর৷ তাঁদের জিম্মি করে বিভিন্ন দাবি-দাওয়াও পূরণ করতে চাইছে৷ এ সময়ই আকাশে দেখা গেল চক্কর দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার এমআই সেভেনটিন৷ পাল্টা হামলায় সন্ত্রাসীদের ধরাশায়ী করে কমান্ডোরা ক্রিকেটারদের উদ্ধার করলেন এবং হেলিকপ্টারে করে নিরাপদে পাঠিয়ে দিলেন৷ সত্যিকারের কোনো দৃশ্য নয়৷ লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার মতো কোনো ঘটনা ঘটলে তা কীভাবে সামাল দেওয়া হবে, শনিবার বিকেলে মিরপুরে তারই মহড়া দিল বাংলাদেশ সেনাবাহিনী৷ আর মহড়ার সময় মিরপুরেই উপস্থিত পাকিস্তানি ক্রিকেটাররা৷ তাঁরা তখন শেরে বাংলা স্টেডিয়ামের পাশের ইনডোরসংলগ্ন মাঠে ব্যাট-বলে অনুশীলনে ব্যস্ত৷ প্রসঙ্গত, চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে কানাডাকে শনিবার দারুণ খেলে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ৷

গ্রন্থনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই