মহিলাদের মিষ্টি খাওয়ার ঝুকিঁ | পাঠক ভাবনা | DW | 20.04.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মহিলাদের মিষ্টি খাওয়ার ঝুকিঁ

ম্যানগ্রোভ বনাঞ্চল নিয়ে আলোচনাটি আরো সময় নিয়ে করলে ভালো হত৷ গতকাল ফিচার পর্ব সবুজ পৃথিবীতে ম্যানগ্রোভ বনাঞ্চল নিয়ে আলোচনা ..

এবং স্বাক্ষাৎকার ভালো লেগেছে৷ তবে সুন্দরবনকে নিয়ে আরো সময় দিয়ে বিস্তারিত আলোচনা করলে ভালো হতো৷ এত অল্প সময়ে সুন্দরবন নিয়ে আলোচনা সত্যি কঠিন৷ ম্যানগ্রোভ বনাঞ্চল নিয়ে আগামীতে ধারাবাহিক পর্ব করার অনুরোধ থাকলো৷ নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব নিয়ে আলোচনাটিও ভালো লেগেছে৷

আজ হেল্থলাইনে মহিলাদের মিষ্টি খাওয়ার ঝুকিঁ নিয়েও প্রতিবেদনটি আকর্ষণীয় ছিলো৷ মোনালিসায় নারীদের পত্রিকা বিশেষ করে আফ্রিকার ‌‌কসমোপলিটান নিয়ে আলোচনাটিও গুরুত্বপূর্ণ ছিলো৷ আগামীতে বাংলাদেশের বেগম পত্রিকা নিয়ে আলোচনা করার অনুরোধ থাকল৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- , রোড- , মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ

সাম্প্রতিক ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে থাইল্যান্ডের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, তিব্বতের ভয়াবহ ভূমিকম্প, আইসল্যান্ডের আগ্নেয়গিরিতে অগ্নুত্পাত এবং ফলস্বরূপ ইউরোপের দেশগুলিতে বিমান চলাচলে অচলাবস্থার উপর একেবারে তরতাজা খবর ও সেই সাথে বিস্তারিত প্রতিবেদন থেকে সঠিক তথ্য জানতে পারছি৷ পাশাপাশি ছবিসহ এই বিষয়ে ওয়েবসাইটের তথ্যগুলো নিয়মিত পড়ে নিচ্ছি৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি-১১০০০১, ভারত

আশা করি ডয়েচে ভেলে বাংলা বিভাগের সবাই ভাল আছেন৷ পহেলা বৈশাখ বাংলা অনুষ্ঠানের ৩৫ বছর পূর্ণ হলো৷ আর এ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আপনারা, যার সংবাদ এবং ছবি আজ আপনাদের ওয়েব সাইটে দেখলাম৷ ভীষণ ভাল লাগলো ৷ অনেক অনেক ধন্যবাদ এজন্য ডয়েচে ভেলে কে৷ আজ এ পর্যন্তই৷ ভাল থাকবেন সবাই৷ মোঃ সাইফুল ইসলাম,ইয়ূথ রেডিও ক্লাব,চাঁদনী বাজার,বগুড়া-৫৮০০ বাংলাদেশ