মহিলা ভবন | পাঠক ভাবনা | DW | 06.04.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মহিলা ভবন

নতুন আঙ্গিকের অনুষ্ঠান ভালো লাগছে তবে বিশ্বসংবাদের সময় না কমালেই ভালো হতো৷ লিসা ব্যানার্জী, ঠাকুরপুকুর, কলকাতা৷

হেল্থলাইন পরিবেশনায় ইন্টারনেটের মাধ্যমে নেপালে স্বাস্হ্যসেবা নিয়ে প্রতিবেদন এবং মোনালিসাতে মহিলা ভবনসহ পুরো অনুষ্ঠান ভালো লাগলো৷ দেসমাতৃকা প্রসাদ রায় ও মাম্পি রায়, বীরভূম, ভারত৷

এ সপ্তাহের সবুজ পৃথিবী আয়োজনে ইলিশ রক্ষায় বাংলাদেশের ব্যাপক কর্মসূচি এবং নন্দন আয়োজনে জার্মানির বাভারিয়া রাজ্যের প্যাশন প্লে থিয়েটারের বিবর্তন নিয়ে পরিবেশনা আমার জানার ভান্ডারে নতুন তথ্যের সংযোজন করলো৷

বাংলা বিভাগের নতুন অনুষ্ঠান বিন্যাসের নতুন আয়োজনে প্রথম সপ্তাহের পরিবেশনা শুনলাম এবং এক কথায় খুবই ভালো লাগলো৷ রিসেপশন মান ও ভালোই তবে রাতের অনুষ্ঠান যেন একটু হঠাৎ করে শেষ হয়ে যায়৷ একেবারে টাটকা বিশ্বসংবাদ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ওপর বিস্তারিত আলোকপাত তো আছেই, সামগ্রিক ভাবে বলতে গেলে ডয়চে ভেলের নতুন প্রয়াস অবশ্যই সার্থক ও সফল৷ আর আমরা শ্রোতারা ও পরিতৃপ্ত৷ শুভেচ্ছা রইলো৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি-১১০০০১, ভারত৷

সবুজ পৃথিবী পর্বে জলপাই কচ্ছপদের কথা অসাধারণ আর নন্দন পর্বে বসন্ত নিয়ে পরিবেশনাটি ছিলো অনবদ্য৷ চৈতালী সরকার, সিদ্ধার্থ সরকার, মুর্শিদাবাদ, ভারত৷