1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহিলা সব্যসাচী

২৯ মে ২০১০

সব্যসাচী মানে যিনি দুই হস্তেই শরনিক্ষেপ করতে পারেন৷ অস্ট্রেলিয়ার উঠতি টেনিস খেলোয়াড় জার্মিলা গ্রথ দু’হাতে টেনিস কিংবা বাস্কেটবল, এবং দু’পায়ে ফুটবল খেলতে পারেন৷ কি করে, সেটাই হল কাহিনী৷

https://p.dw.com/p/Ncs2
জার্মিলা গ্রথছবি: AP

জন্ম স্লোভাকিয়ায়, ২৩ বছরের জার্মিলা - আদত নাম সম্ভবত ইয়ার্মিলা - আজ অস্ট্রেলিয়ার নাগরিক, প্রাক্তন এটিপি ট্যুর খেলোয়াড় স্যাম গ্রথ'কে বিয়ে করার পর৷ জার্মিলা হলেন বিশ্বতালিকায় ১০৭ নম্বর৷ কিন্তু শনিবার রোলাঁ গারো'তে আনাস্তাসিয়া রডিওনোভা'কে তিন সেটে হারানোর পর তিনি চতুর্থ রাউন্ডে উঠেছেন৷ বলা প্রয়োজন, রডিওনোভা রাশিয়ার মেয়ে হলেও জার্মিলার মতোই অস্ট্রেলিয়ার নাগরিক৷

কিন্তু জার্মিলাকে তাঁর টেনিস জীবনে যা একটি নতুন অস্ত্র হাতে তুলে দিয়েছে, তা হল তাঁর ডান কিংবা বাঁ হাত ব্যবহার করে শট খেলার আশ্চর্য ক্ষমতা৷ এবং এর সূচনা তাঁর আশ্চর্য জন্মকাহিনী থেকে৷ জার্মিলার জন্ম হয় নির্দ্দিষ্ট সময়ের প্রায় এক মাস আগে৷ ওজন ছিল মাত্র ১,২০০ গ্রাম৷ বাঁচবে কিনা তা'ও সন্দেহ ছিল৷ কিন্তু তাঁর বাবা-মা ব্রাতিস্লাভায় তাঁদের বাড়িতে দিনের দিনের পর দিন এবং ঘণ্টার পর ঘণ্টা শিশুকন্যার অসাড় ডানদিকের প্রেসার পয়েন্টগুলোয় চাপ দিয়ে ম্যাসাজ করেছেন৷ তার ফল হয় আরো অদ্ভূত৷

জার্মিলার জন্ম হয়েছিল বাঁহাতী হিসেবে৷ কিন্তু ঐ ট্রিটমেন্টের ফলে তিনি ডানহাতী হয়ে পড়েন৷ আবার আদত বাঁহাতী-ত্বও পুরোপুরি ঘোচে না৷ ফলে জার্মিলা ডান কিংবা বাঁ হাত দিয়ে শট নিতে পারেন৷ বাস্কেটবলে ডান কিংবা বাঁ হাত দিয়ে বাস্কেট করতে পারেন৷ ফুটবলে ডান কিংবা বাঁ পায়ে শট নেন৷ এবং টেনিসে - টেনিসে তাঁর ডান হাতের শটগুলো জোরালো বটে, কিন্তু বাঁ দিয়েও কাজ চলে, এমনকি মাথার ওপরের শট, কিংবা সার্ভও৷

ভাবতে পারেন, এমন এক বিপক্ষের বিরুদ্ধে খেলছেন, যে ডান হাতে শট মারবে না বাঁ হাতে, তা আগে থেকে বোঝার উপায় নেই? ক্ষণজন্মা বলে কি আর সাধে!

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক