1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসনের নাম শোনেননি উত্তর কোরিয়ার ট্যুর গাইড!

৩ অক্টোবর ২০১০

শিরোনাম দেখে হয়তো আপনি চমকে গেছেন৷ কিন্তু ভাল করে দেখুন – দেশটির নাম উত্তর কোরিয়া৷ তাই এখানে চমকানোর কিছু নেই৷ বরং এটাই স্বাভাবিক৷

https://p.dw.com/p/PTMa
কিম জং ইলছবি: AP

কারণ উত্তর কোরিয়া হলো বিশ্বের সবচেয়ে নিয়ন্ত্রিত একটি দেশ৷ যেখানে মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে তথ্য পাওয়ার ক্ষেত্রেও কড়া নজরদারি রয়েছে৷ ফলে বাইরের বিশ্ব সম্পর্কে দেশটির নাগরিকদের খুব ধারণাই রয়েছে৷

এমনই এক দেশে সম্প্রতি হয়ে গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ এবারেরটা ছিল ১২তম সংস্করণ৷ আসলে এটাই চমকানোর মতো খবর৷ তবে এর পেছনে কারণ খুঁজতে গিয়ে দেখা গেল, দেশটির একচ্ছত্র শাসক কিম জং ইলের ফিল্মের প্রতি প্রবল আকর্ষণের কথা৷ প্রায় ২০ হাজার হলিউডি ফিল্মের সংগ্রহ রয়েছে তাঁর কাছে৷ শুধু তাই নয় ফিল্ম বানানো শিখতে ১৯৭৮ সালে দক্ষিণ কোরিয়ার এক পরিচালককে অপহরণও করেছিলেন তিনি!

আরও সব মজার তথ্য জানা গেল কিম সম্পর্কে৷ ফিল্ম নিয়ে তিনি বেশ কিছু বইও লিখেছেন৷ এমনই একটি বইয়ে তিনি লিখেছেন, মানুষকে সত্যিকারের কমিউনিস্ট বানাতে চলচ্চিত্রের একটা দায়িত্ব রয়েছে৷

চীন সহ এশিয়ার অন্যান্য দেশ ছাড়াও ক্যানাডা ও ইউরোপের অনেক দেশের চলচ্চিত্র দেখানো হয়েছে এবারের উৎসবে৷ রাজধানী পিয়ং ইয়ং-এ উৎসবের একটা নিজস্ব ভেন্যু রয়েছে৷ তবে খুব কম সংখ্যক মানুষই সুযোগ পায় ফিল্ম দেখার৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন