1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসনের মৃতদেহের ছবি দেখানো ঠিক হবে না

৮ এপ্রিল ২০১১

২০০৯ সালের ২৫শে জুন পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন ‘কিং অফ পপ’ বা পপ সম্প্রাট মাইকেল জ্যাকসন৷ তাঁর মৃতদেহের ছবি আদালতে দেখানো হবে কিনা - তা নিয়ে এখন উঠেছে বিতর্ক৷

https://p.dw.com/p/10pnM
জ্যাকসনের মৃতদেহের ছবি দেখানো যাবে নাছবি: AP

মাইকেল জ্যকসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. কনরাড মারে'র আইজীবীরা জানিয়েছেন, জ্যাকসনের মৃতদেহের ছবি যদি আদালতে দেখানো হয় তাহলে তা জুরিপক্ষকে প্রভাবিত করবে৷ কারণ মৃতদেহের ছবিগুলো স্বাভাবিক নয়৷ ছবিগুলো দেখে প্রয়াত মাইকেল জ্যাকসেনর প্রতি জুরিপক্ষের সহানুভূতি হতে পারে৷

ডা. মারে'র আইজীবীরা জানিয়েছেন, মাইকেল জ্যাকসনের অসংখ্য আর্থিক ঋণ ছিল৷ সেই ঋণের হাত থেকে মুক্তি পেতে জ্যাকসন নিজেই প্রোপফল ইঞ্জেকশন নিয়েছিলেন৷ ডা. মারে'র এতে কোনো হাতই ছিল না৷

Conrad Murray
ডা. মারে - কারাদণ্ড হতে পারে, লাইসেন্স বাতিল হতে পারেছবি: AP

অপরদিকে মাইকেল জ্যাকসনের আইনজীবীদের দাবি, ডা. কনরাড মারে প্রোপফল ইঞ্জেকশন দেয়ার পরই মাইকেল জ্যাকসন অজ্ঞান হয়ে যান৷ এবং সেই অবস্থাতেই জ্যাকসনকে রেখে ডা. মারে পালিয়ে যান৷ রোগীর কী হল, তাঁর জ্ঞান ফিরে আসল কিনা, তা নিয়ে ডা. মারে'র কোনো মাথাব্যাথা ছিল না৷

আগামী মাসের ৯ তারিখে মামলার শুনানি শুরু হবে৷ তাই এ মুহূর্তে দুই পক্ষই তৈরি হচ্ছে প্রয়োজনীয় কাজগপত্র নিয়ে আদালতে হাজির হতে৷

ডা. মারে যদি দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁর চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷ সেই সঙ্গে চিকিৎসক হিসেবে স্থায়ীভাবে বাতিল করা হতে পারে তাঁর লাইসেন্সও৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবরতি গুহ