1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মাই নেম ইজ খান’ অস্কারের মনোনয়ন তালিকায়

৬ জানুয়ারি ২০১১

গত বছর বলিউডের বহুল আলোচিত ছবি ‘মাই নেম ইজ খান’ অস্কারের তালিকায় নাম লিখিয়েছে৷ না, ছবিটি অস্কার বা মনোনয়ন কোনটিই পায়নি৷ তবে যে সব ছবি মনোনয়নের জন্য পাঠানো হবে তার তালিকায় স্থান করে নিয়েছে এই ছবি৷

https://p.dw.com/p/Qo8A
Shah Rukh Khan, Bollywood
বলিউড অভিনেতা শাহরুখ খানছবি: AP

শাহরুখ খান অভিনীত ‘মাই নেম ইজ খান’ ছবির পাশে রয়েছে আরো ছবি যেমন রেইচেল ভাইস অভিনীত ‘আগোরা’, মেল গিবসন অভিনীত ‘এজ অফ ডার্কনেস’ এবং শ্যন পেন আর নাওমি ওয়াট্স অভিনীত ‘ফেয়ার গেম’৷

‘মাই নেম ইজ খান’ ছবিটি করন জোহরের৷ অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান এবং কাজল৷ ছবি প্রসঙ্গে করন জোহর জানান, ২০০১ সালের সন্ত্রাসী হামলা কীভাবে অ্যামেরিকায় বসবাসরত মুসলমানদের জীবনকে প্রভাবিত করেছে – তাই দেখানো হয়েছে ছবিতে৷ শাহরুখ খান অভিনয় করেছেন একজন অটিসটিক মানুষের ভূমিকায়৷

My Name is khan
‘মাই নেম ইজ খান’ ছবির পোস্টার

ছবিটি অস্কার মনোনয়নের জন্য তৈরি তালিকায় উঠেছে৷ তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন করন জোহর৷ তিনি বলেন, আমি খুবই আনন্দিত, একই সঙ্গে গর্বিত৷ ছবিটির গ্রহণযোগ্যতা এতদূর অবধি উঠেছে বা উঠবে তা আমি ভাবিনি৷ যারা ছবিটি দেখেছেন তারা সবাই যে ছবিটি পছন্দ করেছেন – সে জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি৷ দর্শকদের গ্রহণযোগ্যতাই ছবিটিকে এতদূর নিয়ে গেছে৷

বলা প্রয়োজন, ভারত থেকে একটি মাত্র ছবিই এবার মনোনয়নের তালিকায় উঠেছে৷ ছবিটি চূড়ান্ত মনোনয়ন পাবে কি না – সেটা অন্য প্রশ্ন৷ এর সঙ্গে জড়িত আছে আরো বেশ কিছু দিক৷ তবে তা নিয়ে আপাতত চিন্তিত নন পরিচালক করন জোহর৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক