1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাওবাদীদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের ডাক দিলেন চিদাম্বরম

৯ ফেব্রুয়ারি ২০১০

মঙ্গলবার কলকাতায়, বাংলা, বিহার, ওড়িশা ও ঝাড়খন্ডের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে নরমে গরমে মাওবাদী নকশালদের সতর্ক করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম৷

https://p.dw.com/p/LxBy
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ও মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে চিদাম্বরমছবি: DW/Mani Tewari

সন্ত্রাস বন্ধ করে আলোচনায় বসার জন্য নকশালদের কাছে আবেদন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম৷ মঙ্গলবার কলকাতায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড ও ওড়িশার প্রশাসনিক কর্তাদের সঙ্গে নকশাল দমন অভিযান ‘অপারেশন গ্রিনহান্ট'-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন চিদম্বরম৷ পুলিশ ও স্বরাষ্ট্র দফতরের কর্তারা ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক হাজির ছিলেন বৈঠকে৷ আলোচনার শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, নকশালপন্থীদের খতম করা নয়, উপদ্রুত অঞ্চলে আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের উদ্দেশ্য৷ প্রায় অনুরোধের সুরেই চিদম্বরম বলেন, তাঁরা বেশি কিছু চাইছেন না৷ মাওবাদীরা সন্ত্রাস বন্ধ করলেই তাদের সঙ্গে আলোচনায় বসতে সরকার তৈরি৷

কিন্তু অতীতে সরকারের এধরণের আবেদনে কোনও ফল হয়নি৷ সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক কী ভাবছে? চিদম্বরম সাফ জানান, তাহলে অভিযান চলবে৷ ছমাসের মধ্যে নকশালদের অধিকৃত এলাকা পুনর্দখল করা হবে বলে তাঁর বিশ্বাস৷

বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এবং ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী শিবু সোরেন-এর বৈঠকে যোগ না দেওয়া নিয়ে এদিন কথা ওঠে৷ কিন্তু চিদম্বরম আশ্বস্ত করেছেন, ওঁরা সর্বতোভাবে এই অভিযানের সঙ্গেই আছেন৷

এদিকে মাওবাদীদের বিরুদ্ধে দমন অভিযান বন্ধের দাবিতে এদিন বিক্ষোভ দেখান নকশালপন্থী বুদ্ধিজীবীরা৷ কলেজ স্কোয়ারে পুলিশ তাদের মিছিলের রাস্তা আটকালে এক প্রস্থ ধস্তাধস্তি হয়৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন মহাকরণে বৈঠকের পর যান রাজভবনে৷ সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধিদল তাঁর সঙ্গে একান্তে কথা বলতে যান৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা: সঞ্জীব বর্মন