1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধরা খেল বালক!

ডার্কো জানইয়েভিচ/জেডএ২৪ আগস্ট ২০১৭

সৌদি আরবে ঘটেছে ঘটনাটি৷ ১৪ বছরের ঐ বালক বিখ্যাত ‘মাকারেনা’ গানটির সঙ্গে রাস্তার মাঝখানেই নাচা শুরু করে৷ এমন ‘অশোভন’ আচরণ পছন্দ করেনি দেশটির পুলিশ৷

https://p.dw.com/p/2ijQh
Screenshot Twitter Macarena Tanz Saudi-Arabien
ছবি: twitter.com/ahmed

নেচেই ক্ষান্ত হয়নি সেই বালক৷ তার সহযোগী ভিডিও ধারণ করে এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়৷ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷

ঘটনাটি বুধবারের, ঘটেছে বন্দর নগরী জেদ্দায়৷ ভিডিওতে দেখা যায়, বলা নেই কওয়া নেই, নব্বই দশকের বিখ্যাত স্প্যানিশ গানটির সঙ্গে কানে হেডফোন লাগিয়ে রাস্তার মাঝে নাচতে শুরু করেছে ছেলেটি৷

এ পর্যন্ত ঠিকই ছিল৷ বিপত্তি বাধে যখন ভিডিওটি পোস্ট করা হয়৷ ঘন্টা কয়েক পর সৌদি পুলিশ জানায়, সেই বালককে আটক করা হয়েছে ‘জনসন্মুখে অশোভন আচরণ' করার অপরাধে৷

কর্তৃপক্ষ তার ওপর রাস্তায় গাড়ি চলাচলে বাধা সৃষ্টির অভিযোগও আনে৷ তবে ছেলেটি কোন দেশি বা তার নামই বা কী, তা সঙ্গে সঙ্গে জানা যায়নি৷ ঘটনার দিনে এও নিশ্চিত হওয়া যায়নি যে, কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে পারে৷

সৌদি আরবের অতি রক্ষণশীল সমাজে পশ্চিমা ঢঙ্গে নাচ গ্রহণযোগ্য নয়৷

এর আগে এ মাসের শুরুতেই মঞ্চে ‘ড্যাব' নাচের অপরাধে অভিনেতা ও গায়ক আবদাল্লাহ আল-শাহারানিকে গ্রেপ্তার করেছিল সৌদি পুলিশ৷ দেশটিতে এ ধরনের নাচ আইন দ্বারা নিষিদ্ধ৷ সৌদি মাদক নিয়ন্ত্রক সংস্থার মতে, এ ধরনের নাচ মাদকাসক্তি বাড়ায়৷

জনসমক্ষে মুচলেকা দিয়ে মুক্তি পান আল শাহারানি৷

অবশ্য সৌদিরা যে একেবারেই নাচেন না তা কিন্তু নয়৷ তাদের ‘সোর্ড ড্যান্সে' অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও৷ এ বছরের শুরুতে সৌদিআরব সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট এই নাচে অংশ নেন৷

Dancing with swords – Trump in Saudi Arabia