1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাটি ভরাটের কাজে দুর্নীতি, জেএমবি-র হিটলিস্ট

১৫ জুলাই ২০১০

রাজউকের আবাসন প্রকল্পে আড়াইশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ শোনা গেছে৷ জমি ভরাট করা যাবে না ঢাকায়, সংসদে বলেছেন প্রধানমন্ত্রী৷ ওদিকে, বারোজন নেতার নাম রয়েছে জেএমবি-র হিটলিস্টে৷

https://p.dw.com/p/OJMv
বাংলাদেশ,হাসিনা,দুর্নীতি,কোটি, জঙ্গি, রাজউক,সন্ত্রাস,bangladesh,hasina, militant,
ঢাকায় যথেচ্ছ জমি ব্যবহার হোক চাইছেন না প্রধানমন্ত্রী হাসিনাছবি: Picture-alliance/dpa

মাটি ভরাটের কাজে ২৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

আবাসিক শহর তৈরির প্রকল্পের মাটি ভরাটের কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে৷ রাজউকের উত্তরা আবাসিক প্রকল্পের মাটি ভরাটের কাজ শেষ না করেই বিল তোলা এবং কম দামে মাটি কিনে বেশি দামে বিল করে ২৫০ কোটি টাকারও বেশি লুটপাট করা হয়েছে৷ দৈনিক কালের কণ্ঠ তাদের প্রথম পাতায় এই প্রতিবেদন প্রকাশ করে জানাচ্ছে, বিলের টাকা প্রাপকরা তুলে নিলেও দেখা যাচ্ছে মাটি ভরাটের কাজ প্রায় ৪০ শতাংশ বাকি৷ কাজ শেষ না করেই পুরো বিল তুলে নিয়েছেন কোনো কোনো ঠিকাদার৷ তাঁরা কাজ বন্ধও করে দিয়েছেন৷ যার ফলে ওই আবাসিক শহরে যাঁদের জমি বা ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে তাঁরা কবে তাঁদের প্লট ও ফ্ল্যাট বুঝে পাবেন এর কোনো নিশ্চয়তা নেই৷ সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজশে এই বিপুল দুর্নীতির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রের খবর৷ পত্রিকা আরও জানাচ্ছে, উত্তরা ১৭ ও ১৮ নম্বর সেক্টরে এই প্রকল্পের জন্য ৫৬টি গ্রুপে ৩২৩ লাখ ঘন মিটার মাটি ভরাটের জন্য ৬৫৮ কোটি টাকা ব্যয় ধরা হয়৷ প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়ানোর পর এক বছর আগে মাটি ভরাটের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো ১৭ নম্বর সেক্টরে ৭০ শতাংশ এবং ১৮ নম্বর সেক্টরের ৬০ শতাংশ কাজ শেষ হয়নি৷

জেএমবি-র হিটলিস্টে বারোজন নেতার নাম রয়েছে, বলল পুলিশ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি অন্তত বারোজন শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা করার ষড়যন্ত্র করেছে৷ এঁদের মধ্যে অধিকাংশই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা৷ গোয়েন্দাদের জেরার মুখে জেএমবি-র ওপরের সারির জঙ্গিনেতা আনওয়ার আলম বুধবার এই স্বীকারোক্তি করেছে৷ সংবাদ ডেইলি স্টারের৷ সংবাদপত্রটি জানাচ্ছে, গত সোমবার বগুড়ায় পুলিশের জালে ধরা পড়া আনওয়ার ওরফে নাজমুল এবং তার সঙ্গী শাহিদকে জেরা করেই জানা গেছে এইসব তথ্য৷ বগুড়ার এসপি হুমায়ুন কবীর সাংবাদিকদের জানিয়েছেন, জেএমবি-র হিটলিস্টে যে সমস্ত নেতার নামের তালিকা রয়েছে তা তাঁরা জেনেছেন৷ তবে নিরাপত্তার স্বার্থে সেগুলি এখনই প্রকাশ করা হচ্ছে না৷ এই বিষয়ে পুলিশ আরও নিশ্চিত হতে চায় বলে কবীর ডেইলি স্টারকে জানিয়েছেন৷

ঢাকায় জমি যথেচ্ছ ব্যবহার করা যাবে না, বললেন হাসিনা

রাজধানী ঢাকায় কাউকেই ভূমির যথেচ্ছ ব্যবহার করতে দেওয়া হবে না বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বিডিনিউজ টোয়েন্টিফোর জানাচ্ছে, বুধবার সংসদে সাংসদ মজিবুল হকের এক প্রশ্নের জবাবে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, ঢাকায় ভূমির পরিকল্পিত ব্যবহার করতে হবে৷ অতীতে ভূমির যথেচ্ছ ব্যবহারের নানাপ্রকার অনিয়ম হয়েছে৷ প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, ঢাকায় বড় ভূমিকম্প হলে কী অবস্থা হবে ? কিভাবে চলবে উদ্ধার কাজ? তবে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের অসুবিধা করে কোনো কাজই করা হবে না৷ যা কিছু করা হবে স্থানীয় সাংসদ ও জনগণের সঙ্গে আলাপ করে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : হোসাইন আব্দুল হাই