1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাঠে ফেরার ব্যাপারে নিশ্চিত বাট

১৫ ডিসেম্বর ২০১০

সাময়িকভাবে নিষিদ্ধ পাকিস্তান ক্রিকেটের টেস্ট ক্যাপটেন সালমান বাট আবারো ক্রিকেট মাঠে ফেরার ব্যাপারে নিশ্চিত৷ যদিও তার বিরুদ্ধে পাতানো খেলা বা স্পট ফিক্সিং-এ জড়িত থাকার অভিযোগ রয়েছে৷

https://p.dw.com/p/QYkj
সালমান বাটছবি: AP

বাট মঙ্গলবার স্কাই স্পোর্টসকে বলেন, ‘‘ক্রিকেটের প্রতি ভালোবাসাই আমাকে মাঠে ফিরিয়ে আনবে৷ এবং যে দুর্নীতি বিরাজমান, ভালোবাসা তার চেয়ে বড়৷ আর তাই আমি আমার দেশের জন্যে খেলায় ফিরে আসবো বলেই বিশ্বাস করি৷'' বাট বলেন, ‘‘কিসের জন্যে আমি তৈরি হয়েছি, কোথা থেকে আমি এসেছি এবং আমি কেমন ক্রিকেট খেলি এসবই আমি জানি৷''

পাতানো খেলার সঙ্গে জড়িত সন্দেহে বাট এবং পেস বোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে৷ অভিযোগ রয়েছে, আগস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে অনুষ্ঠিত চতুর্থ টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছে করে নো-বল করেন আসিফ ও আমির৷ আর তাতে মূল ভূমিকা পালন করেন টেস্ট অধিনায়ক বাট৷ তবে তাঁরা তিনজনই এই অভিয়োগ অস্বীকার করেছেন৷

জানুয়ারি মাসে এই তিনজনের শুনানি অনুষ্ঠিত হবে দোহাতে৷ বাটের একজন আইনজীবী বলেছেন, এই ব্যাটসম্যান তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের উত্তরে বিস্তারিত লিখে পাঠিয়েছে আইসিসিকে৷ বাটের আরেকজন আইনজীবী বলেছেন, তাঁর বিরুদ্ধে আনিত সব অভিযোগ বাতিল করে আমরা বিস্তারিত উত্তর দিয়েছি আইসিসিকে৷ ঐ আইনজীবী বলেন, তিনি যে নির্দোষ তার পক্ষে শক্ত যুক্তি রয়েছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক