1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাত্র ৬ বছর বয়সে বিশ্ব মাতাচ্ছে যে মেয়ে

১৩ জুলাই ২০১৬

বয়স মাত্র ৬ বছর৷ অথচ সামাজিক যোগাযোগের মাধ্যমে সে রীতিমতো একজন তারকা৷ ছোট্ট এই বাস্কেটবল খেলোয়াড়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা হয়েছে প্রায় ৬ কোটি বার৷

https://p.dw.com/p/1JOCU
Projekt "Körbe für Köln"
ছবি: Gero Müller-Laschet

জালিয়াহ ম্যানুয়েলের বাস্কেটবল দক্ষতা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে৷ পুরো বিশ্বে কোটি মানুষ দেখছে তার ভিডিও৷ তার দক্ষতায় হতবাক সবাই৷ এত কম বয়সে কীভাবে সে এই দক্ষতা অর্জন করেছে সে এক বিস্ময়৷

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বাস জালিয়াহ'র৷ প্রতিভাধর এই বাস্কেটবল প্লেয়ারের ভক্ত এখন ক্রীড়ামোদীরা৷ সে এই খেলার প্রতি এতটাই অনুরক্ত যে ক্রিসমাসের ছুটিতেও প্র্যাকটিস করে৷ প্রতিদিন প্র্যাকটিসে সাহায্য করে তার বাবা৷ পিস্টল পিট ম্যারাভিচের মতো বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন তার৷ ছোট হলেও তার দর্শন বিস্ময় জাগায়৷ জালিয়াহ'র মতে, ‘‘বিখ্যাত হওয়ার একটাই পন্থা- তুমি তোমার মনের ইচ্ছে অনুযায়ী কাজ কর৷ কেউ তোমাকে লক্ষ্যে পৌঁছে দিতে পারবে না৷ তাই নিজের লক্ষ্যে পৌঁছাতে নিজেকেই পরিশ্রম করতে হবে৷''

২০১৫ সালে তার প্র্যাকটিসের ভিডিও এনবিএন নিউজের জনপ্রিয় সুপারস্টারের ভিডিও তালিকায় স্থান পায়৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য