1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদার টেরেসার জন্মদিনেই শুরু হচ্ছে শতবর্ষ উদযাপন

৯ আগস্ট ২০১০

মাদার টেরেসা আর্তের সহায় ছিলেন, অসুস্থ মানুষের ভরসা, গৃহহীনের আশ্রয়৷ অনাথ শিশু থেকে সমাজে পরিত্যক্ত কুষ্ঠরোগী, সবাই তাঁর করুণা পেয়েছে৷ ২৬ অগাস্ট মাদারের জন্মশতবর্ষ৷

https://p.dw.com/p/Of9f
মাদার টেরেসাছবি: AP

আর্তের সহায় মাদার টেরেসা তাঁর কাজ করে গেছেন নীরবে, প্রচারের আলোর বাইরে থেকে৷ তাঁর প্রয়াণের পরেও, তাঁর প্রতিষ্ঠা করা ‘মিশনারিজ অফ চ্যারিটি' সেই কাজ করে যাচ্ছে একইরকম নীরবে, নিরলস পরিশ্রম আর নিষ্ঠা নিয়ে৷ এবার ২৬ অগাস্ট মাদারের জন্মদিন ওঁরা শুরু করবেন অন্যান্য বছরের মতই বিশেষ প্রার্থনা দিয়ে৷ তবে যেহেতু মাদারের জন্ম শতবর্ষ, সেজন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে মিশনারিজ অফ চ্যারিটির শুভানুধ্যায়ীদের৷ জানালেন সিস্টার জেরার্দ৷

মাদার টেরেসাকে সম্মান জানাতে একটি বিশেষ স্মারক মুদ্রা প্রকাশের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম৷ সিস্টার জেরার্দ জানালেন, তাঁরা খুব খুশি যে মিশনারিজ অফ চ্যারিটি-র সেবামূলক কর্ম-কে এভাবে স্বীকৃতি দিচ্ছে ভারত সরকার৷

এছাড়া অমর চিত্র কথা নামে যে প্রকাশনা সংস্থা ভারতের বিভিন্ন মণীষীদের নিয়ে কমিকস প্রকাশ করেছে, মাদারের জন্মদিনে এবার তারা মাদারকে নিয়ে তিনটি কমিকস প্রকাশ করছে৷ সিস্টার জেরার্দ জানালেন, সেই কমিকসে যদি মাদারের জীবন ও তাঁর কাজ সঠিকভাবে প্রতিফলিত হয়, তাহলেই তাঁরা খুশি৷

মাদার টেরেসা-র শতবর্ষ স্মারক মুদ্রাটি প্রকাশ করবেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবী পাটিল৷ আগামী ২৮অগাস্ট দিল্লিতে৷ মাদারের সম্মানে একটি বিশেষ ট্রেন চালু করার কথাও সম্প্রতি ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যে নীল পাড় সাদা শাড়ি আজ সারা বিশ্বে পরিচিত মাদারের কল্যাণে, সেই একই রঙে রং করা হবে ওই বিশেষ ট্রেনটি৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়