1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে’- দাবি বিএনপির

১৬ এপ্রিল ২০১১

বিএনপি অভিযোগ করেছে দেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে৷ সরকার তারেক ও কোকোর বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত নিস্পত্তির নামে তাদের হয়রানির চেষ্টা করছে৷

https://p.dw.com/p/10uge
খালেদা জিয়া
খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

এদিকে আইন প্রতিমন্ত্রী বলছেন, ২১শে আগষ্টের মামলায় তারেক ও বাবরকে বিচারের মুখোমুখি করা হবে৷

আজ শনিবার আনুষ্ঠানিক এক সাবাদিক সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে আইন শৃংখলা এবং মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে বলেই দাবি করেছেন৷ তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টও তাদের এই দাবিই প্রমাণ করছে৷ তিনি অভিযোগ করেন মুফতি ফজলুল হক আমিনীর পুত্র হাফেজ হাসনাতকেও সরকারের নির্দেশে চৌধুরী আলমের মত অপহরণ করা হয়েছে৷

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে নির্বাসনে রাখতে চায় বর্তমান সরকার৷ এ কারণেই উদ্দেশ্যমূলকভাবে তাদের বিরুদ্ধে মামলা দ্রুত নিস্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷

এদিকে, আজ ঢাকায় এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ২১শে আগষ্টের গ্রেনেড হামলার ঘটনায় তারেক ও বাবরকে বিচারের মুখোমুখি করা হবে৷ কারণ, সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা জবানবন্দিতে তাদের নামই উল্লেখ করেছে৷

তিনি জানান, আগামী এক বছরের মধ্যেই শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার