1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাশ ক্রেনে ঝুলিয়ে দিলো তালেবান

২৬ সেপ্টেম্বর ২০২১

আফগানিস্তানের হেরাত শহরের প্রাণকেন্দ্রে চার জনের মৃতদেহ নিয়ে যায় তালেবান৷ পরে একটি মৃতদেহ ক্রেনে ঝুলিয়ে বাকি তিনটি মৃতদেহ নিয়ে চলে যায় তারা৷

https://p.dw.com/p/40s1b
রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে তালেবান সদস্যরাছবি: Hoshang Hashimi/AFP/Getty Images

হেরাতের যে স্কয়ারে শনিবার মৃতদেহটি ঝোলানো হয় সেখানকার এক ফার্মেসির মালিক ওয়াজির আহমেদ সিদ্দিকি বার্তা সংস্থা এপিকে জানান, তিনি শুনেছেন, ওই চার ব্যক্তি ছিনতাই করতে গেলে পুলিশের গুলিতে মারা যান৷ পরে তালেবান যো্দ্ধারা একজনের মৃতদেহ স্কয়ারে ঝুলিয়ে বাকিগুলো শহরের অন্যান্য স্থানে নিয়ে যায়৷

তবে হেরাত জেলার তালেবান নিযুক্ত পুলিশ প্রধান জিয়াউল হক জালালি এপিকে বলেন, তালেবান সদস্যরাই এক বাবা ও তার সন্তানকে চার ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করে৷ তাদের উদ্ধার করার সময় তালেবানের সঙ্গে গোলাগুলিতে চার অপহরণকারীই নিহত হয়৷ এ সময় এক তালেবান সদস্য এবং এক সাধারণ নাগরিকও আহত হন বলেও দাবি করেন তিনি৷

হেরাত শহরের স্কয়ারের ক্রেনে ঝুলন্ত লাশের একটি ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি৷ সেখানে কিছু মানুষকে ভিড় করে মানুষের ঝুলন্ত লাশ দেখতে দেখা গেছে৷

গত ১৫ আগস্ট রাজধানী কাবুলের দখল নেয় তালেবান৷ তারপর এই প্রথম মানুষ হত্যা করে প্রকাশ্যে ঝুলিয়ে দেয়া হলো৷ প্রথম শাসনামলে অনেকবারই এভাবে প্রকাশ্যে লাশ ঝুলিয়েছে তালেবান৷

এসিবি/এপিবি (এপি)