1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন টিভি তারকা ডিক্সি কার্টারের জীবনাবসান

১১ এপ্রিল ২০১০

এবার একটি শোক সংবাদ দেই৷ যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি তারকা ডিক্সি কার্টার আর নেই৷ রোববার ৭০ বছর বয়সী এই টিভি তারকা মারা গেছেন৷

https://p.dw.com/p/MtDU
জনপ্রিয় টিভি সিরিজ ডেসপারেট হাউসওয়াইফ-এ অভিনয় করেন ডিক্সি কার্টারছবি: ProSieben Television GmbH

তাঁর মৃত্যুর সময় কিংবা কারণ নিয়ে বিস্তারিত কোন কিছু জানানো হয়নি পরিবারের পক্ষ থেকে৷ ডিক্সি কার্টারের স্বামী অভিনেতা হাল হলব্রুক টিভি শো এন্টারটেইনমেন্ট টুনাইট কে কেবল এতটুকু বলেছেন, ‘এটা আমাদের পরিবারের জন্য একটি ভয়াবহ আঘাত৷ আমরা আশা করি সবাই বুঝতে পারবে এটি একটি পারিবারিক দুঃসংবাদ৷' এর বেশি কিছু বলতে রাজি হননি হাল হলব্রুক৷

ডিক্সি কার্টার গত শতাব্দীর আটের দশকে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘ডিজাইনিং উওম্যান' এ অভিনয় করে প্রশংসা কুড়ান৷ ১৯৮৬ সালে প্রচারিত এই সিরিজে দেখানো হয় চারজন নারী এবং এক পুরুষের পরিচালিত একটি কোম্পানি যেখানে জুলিয়া সুগারবেকার চরিত্রে অভিনয় করেন ডিক্সি কার্টার৷ নারী অধিকার নিয়ে সোজা-সাপ্টা কথা বলার জন্য জুলিয়া সুগারবেকার চরিত্রটি দ্রুতই জনপ্রিয়তা লাভ করে৷ সাত বছর চলেছিল ‘ডিজাইনিং উওম্যান' টিভি সিরিজটি৷ এরপর জনপ্রিয় টিভি সিরিজ ‘ডেসপারেট হাউসওয়াইফ' এও অভিনয় করেন ডিক্সি কার্টার, এবং এজন্য ২০০৭ সালে তিনি এ্যামি এ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন৷ এর বাইরেও আরও অনেক টিভি সিরিজ ও শোতে অভিনয় করেছেন এই প্রখ্যাত মার্কিন অভিনেত্রী৷ ১৯৩৯ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্মগ্রহণ করেন ডিক্সি কার্টার৷ তাঁর দুই মেয়ে রয়েছে ম্যারি ডিক্সি ও গিনা৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: জাহিদুল হক