1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন দূতাবাসের মিউজিক ভিডিওতে তাহসান, মিরাজ

১২ জানুয়ারি ২০১৭

বিশ্বে যুক্তরাষ্ট্রের যতগুলো দূতাবাস রয়েছে তার মধ্যে বাংলাদেশের দূতাবাসের ফেসবুক পাতায় লাইকের সংখ্যা সবচেয়ে বেশি৷ সম্প্রতি এই সংখ্যা ৪০ লাখ পেরিয়েছে৷

https://p.dw.com/p/2VgA7
মার্কিন দূতাবাস
প্রতীকী ছবিছবি: Mahmud Turkia/AFP/Getty Images

ফেসবুক অনুসারীদের ধন্যবাদ জানাতে একটি মিউজিক ভিডিও তৈরি করে ঢাকাস্থ মার্কিন দূতাবাস৷ গতমাসের ৩০ তারিখ সেটি ফেসবুক পাতায় শেয়ার করা হয়৷ এখন পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে প্রায় সাড়ে ১০ লাখ বার৷

‘নাচে এই মন' শিরোনামের একটি গান দিয়ে নির্মিত মিউজিক ভিডিওতে রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের দেখা গেছে৷ সঙ্গে ছিলেন তাহসান, জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, সাফা কবির, সাবিলা নূর, ইউটিউব তারকা সালমান মুক্তাদির সহ অনেকে৷

ভিডিও প্রকাশ উপলক্ষ্যে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, ‘‘আমরা এমন এক ভিডিওর মাধ্যমে ফেসবুক বন্ধুদের ধন্যবাদ জানাতে চেয়েছিলাম যা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার গুরুত্বপূর্ণ সম্পর্ককে তুলে ধরবে৷''

এই ফেসবুক পাতার মাধ্যমে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ সংক্রান্ত তথ্য সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেয়া হয়৷ এছাড়া ভিসা, মার্কিন নির্বাচন সহ বিভিন্ন সময়ে চ্যাটে অংশ নেন দূতাবাস কর্মকর্তারা৷

জেডএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য