মার্কিন প্রেসিডেন্ট | পাঠক ভাবনা | DW | 27.09.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মার্কিন প্রেসিডেন্ট

ইন্টারনেটে ব্রাউজিং করতে করতে একদিন ডয়চে ভেলে বেতার কেন্দ্রের বাংলা বিভাগের ওয়েবসাইটের খোঁজ পাই৷ ভেতরে প্রবেশ করে অনুষ্ঠান শোনার নির্ধারিত ...

লিঙ্কে ক্লিক করি৷ অনেকদিন পর রেডিও অনুষ্ঠান শুনতে শুনতে মনে হচ্ছিল আমি যেন আমার শৈশবে ফিরে গেছি৷ মনে হচ্ছিল ফিরে গেছি সেই সময়টাতে যখন আমি আন্তর্জাতিক বেতারকেন্দ্রগুলোর অনুষ্ঠান শোনার জন্য অনেক চেষ্টা করতাম৷ আজ এতো বছর পর, আমার শৈশবের দিনগুলোর স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য ডয়চে ভেলেকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ৷ এখন থেকে আবারো নিয়মিত অনুষ্ঠান শোনার চেষ্টা করবো৷ ক-৩/৬,বাংলাদেশ ব্যাংক কলোনী,ফরিদাবাদ,ঢাকা-১২০৪,বাংলাদেশ৷

ডয়চে ভেলে থেকে দিনে দু’বার প্রচারিত সংবাদ আর দারুণ ফিচারগুলোর সফলতা কামনা করি৷ এমএইচ রনি, জিএস রেডিও শ্রোতা ক্লাব, ভোলা, বাংলাদেশ৷

ডয়চে ভেলের অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে৷ অনেক অনেক এসএমএস করি কিন্তু অনুষ্ঠানে আমার নাম বলা হয়না কেন ? ফয়সাল আহমেদ, পার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ৷

আমি নতুন শ্রোতা, আমি ডয়চে ভেলের অনুষ্ঠান শুনি আমার বাবাকে সাথে নিয়ে৷ আমার বাবার কাছেও আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে৷ মোঃ রাসেল রানা ডলার, নন্দনগাছী, চরঘাট, রাজশাহী, বাংলাদেশ৷

আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনি এবং এসএমএস করি কিন্তু অনুষ্ঠানে আমার এসএমএস পড়া হয়না৷ আমাকে কি আপনারা অবহেলা করেন ? সাইফুল ইসলাম, রংপুর, বাংলাদেশ৷

আমরা আপনাদের নতুন শ্রোতা৷ রাজীব কুমারের কাছে থেকে ডয়চে ভেলের অনুষ্ঠান এবং ওয়েবসাইটের কথা জেনেছি৷ মিতালী, মিলি, ববি, রনি, রিপা, অ্যানী, হাশিমপুর, সালামপুর, নাটোর, বাংলাদেশ৷

আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার নাম অবশ্যই প্রচার করবেন৷ আমি নতুন শ্রোতা, কয়েকবার এসএমএস করেও আমার নাম শুনতে পাইনি৷ মোঃ বাবুল মিয়া,ভেলাগুড়ি হাতীবান্দা,লালমনিরহাট, বাংলাদেশ৷

গত ইনবক্স পরিবেশনায় আমার মতামত নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ৷ আমাদের ক্লাবের সবাই মিলে ডয়চে ভেলের অনুষ্ঠান ও ওয়েবসাইট উপভোগ করছি এবং করতে পারছি আমাদের জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ৷ আপনাদের অনুষ্ঠান এবং ওয়েবসাইট নিয়ে আমরা ক্লাবের সকলে নিয়মিতভাবে আলোচনা করে থাকি৷ আমরা ক্লাবের পক্ষ থেকে গরীব মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ করতে যাচ্ছি৷ ফরিদুজ্জামান, ইয়ূথ রেডিও লিসনার্স ক্লাব, আলফাডাঙ্গা, ফরিদপুর, বাংলাদেশ৷

ওয়েব সাইটে চলতি ঘটনার পাতায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইরানী প্রেসিডেন্ট আহমাদিনেজাদের বক্তব্যের ওপর লিখা প্রতিবেদনটি পড়ে আমি অনেক কিছু জানতে ও বুঝতে পারলাম৷ আসলে আহমাদিনেজাদের বক্তব্য বিশ্ব নেতারা বুঝতে পারেন নাই বা মেনে নিতে পারছেন না৷ কোন কিছু না বুঝে বাজে মন্তব্য করাটা খুবই খারাপ৷ এর ফল হয় ভয়ঙ্কর৷ ইরান কি বিশ্ব শান্তি চায় না ? অবশ্যই চায়৷ তাহলে এতো লাফালাফি, এতো তর্জন-গর্জন কেনো ? আলোচনায় সকল সমস্যার সমাধান সম্ভব৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷