1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন ফুটবল লিগে খেলবেন ভারতের সুনীল ছেত্রী

২৬ মার্চ ২০১০

ডেভিড বেকহ্যাম যে লিগে খেলেন, তাতে এবার দেখা যাবে ভারতের সুনীল ছেত্রীকেও৷ কলকাতার মোহন বাগান থেকে ক্লাব ‘ক্যানসাস সিটি উইজার্ড' পর্যন্ত এই যাত্রাপথ সত্যিই অভিনব৷

https://p.dw.com/p/MfX4
সুনীল ছেত্রী (বামে) আন্তর্জাতিক ফুটবলে ভারতের নাম উজ্জ্বল করছেনছবি: AP

কঠিন বাস্তব হলেও স্বীকার করতেই হবে, যে আন্তর্জাতিক ফুটবলের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার ভূমিকা অত্যন্ত নগণ্য৷ ফলে সাফল্যের যে কোন বিচ্ছিন্ন ঘটনাই বিশেষ ভাবে চোখে পড়ে৷ এমনই এক উদাহরণ ভারতের সুনীল ছেত্রী, যিনি আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় নিজের অবস্থান ক্রমশঃ আরও পাকা করে নিচ্ছেন৷ তিনি এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল লীগের অন্যতম প্রধান ক্লাব ‘ক্যানসাস সিটি উইজার্ড' দলের সঙ্গে ৪ বছরের জন্য চুক্তিতে আবদ্ধ হলেন৷ তবে তার আগে সুনীলের ভিসা ও ডাক্তারি পরীক্ষার বিষয়টির নিষ্পত্তি করতে হবে৷ ‘ক্যানসাস সিটি উইজার্ড'এর ম্যানেজার পিটার ভার্মেস সুনীলের প্রশংসা করে বলেন, কৌশলের দিক থেকে তিনি অত্যন্ত পারদর্শী – তাঁর আক্রমণাত্মক প্রবণতাও খুবই ভালো৷

আরেক মার্কিন ক্লাব ‘লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি'র টিমে রয়েছেন ডেভিড বেকহ্যাম৷ তিনি অবশ্য আহত থাকায় আপাতত খেলছেন না৷ কিন্তু ফিরে এলে কোন না কোনো ম্যাচে একই মাঠে পরস্পরের বিরুদ্ধে খেলবেন ছেত্রী ও বেকহ্যাম৷

প্রিমিয়ার লিগ ক্রিকেট নিয়ে আপাতত মেতে থাকলেও সুনীলের এই সাফল্য ভারতেও বিশাল সাড়া ফেলেছে৷ সুদূর আমেরিকা থেকে সুনীল যে সাংবাদিক সম্মেলন করলেন, বিশাল ভিডিও পর্দার মাধ্যমে ব্যাঙ্গালোর শহরে তাতে যোগ দিয়েছিলেন প্রায় ২৫০ সাংবাদিক৷

এর আগে সুনীল ইউরোপের ফুটবল জগতে পা রাখার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু ব্রিটেনে কয়েকটি ক্লাবে খেলার সুযোগ পেলেও তাঁর কাজের অনুমতি নিয়ে সমস্যা দেখা দেয়৷ দিল্লীর সন্তান সুনীল ছেত্রী কলকাতার মোহন বাগানে পেশাদারী জীবন শুরু করেন৷ ভারতের ফুটবল জগতে বাইচুং ভুটিয়ার পরেই সুনীল সবচেয়ে পরিচিত মুখ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: রিয়াজুল ইসলাম