1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার সফর বাতিল

পিটার ডাল/এপিবি (এএফপি/ডিপিএ)২ অক্টোবর ২০১৩

মার্কিন কংগ্রেসে অর্থ বরাদ্দ সংক্রান্ত বিল পাস না হওয়ায় যুক্তরাষ্ট্রে সৃষ্টি হয়েছে অচলাবস্থা৷ এ কারণে মালয়েশিয়া সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷

https://p.dw.com/p/19sfZ
ছবি: picture-alliance/AP Photo

মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে প্রতিনিধি পরিষদে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি ও প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টির সদস্যদের মতানৈক্যের কারণে অর্থ বরাদ্দ সংক্রান্ত বিল পাস হয়নি৷ ফলে পুরো দেশে সৃষ্টি হয়েছে অচলাবস্থা৷ সোমবার স্থানীয় সময় রাত ১২টার আগ পর্যন্ত সংশ্লিষ্ট সেবা খাতগুলোতে অর্থ বরাদ্দ সংক্রান্ত বিলটি পাস হওয়ার কথা ছিল৷ তাই ১৭ বছর পর আবারও ‘শাট ডাউন' হলো বিশ্বের শীর্ষ অর্থনীতি সমৃদ্ধ দেশটিতে৷

বন্ধ হচ্ছে সেবা খাত

বিল পাস না হওয়ায় যুক্তরাষ্ট্রের কয়েকটি সরকারি সেবা খাতের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া শুরু হয়েছে৷ রিপাবলিকানরা বলছে, ওবামাকে আলোচনায় আমন্ত্রণ জানানো হলেও তিনি তাতে আমল দেননি৷ রিপাবলিকান হাউস স্পিকার জন বোয়েনার বলেছেন, স্বাস্থ্য সেবা নিয়ে ওবামার একগুয়েমি এই অচলাবস্থার কারণ৷ অন্যদিকে, ওবামা বর্তমান পরিস্থিতিকে রিপাবলিকান অচলাবস্থা উল্লেখ করে বলেছেন, জনগণ জানে কারা এর জন্য দায়ী৷

কর্মীদের মনে হতাশা

এই অচলাবস্থার ফলে সরকারি স্কুল, যোগাযোগ ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত খাতে কোনো প্রভাব পড়বে না৷ বিলটি পাস না হওয়ায় প্রায় সাড়ে সাত লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারি ১ অক্টোবর থেকে বেতন পাবেন না৷ এর ফলে মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ন্যাশনাল পার্ক, জাদুঘর, স্মৃতিস্তম্ভ, পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থাসহ বেশ কিছু সেবা-সংস্থার বেশিরভাগ কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে৷ অচলাবস্থার কারণে ওয়াশিংটনেই একদিনে ক্ষতি হবে ২০ কোটি মার্কিন ডলার আর এক সপ্তাহে পুরো যুক্তরাষ্ট্রে লোকসান হবে ১০০ কোটি মার্কিন ডলার৷

জনসমর্থন কম

কংগ্রেসের এই মতানৈক্যে হতাশ মার্কিন জনগণ৷ সিএনএন-এর জরিপ অনুযায়ী ১০ জনের মধ্যে ৭ জন অ্যামেরিকান মনে করেন, অল্প কয়েকদিনের জন্যও এই অচলাবস্থা খুবই ভয়াবহ৷

ব্যয় সংকোচনের কারণে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ পরিবার যখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন এ ধরনের অচলাবস্থা তাদের আরো পেছনের দিকে ঠেলে দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি শাখার প্রধান ট্রাভিস কালিটন৷ তাঁর মতে, জনগণ যেসব জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছেন তাঁদের এ ধরনের আচরণে পরবর্তীতে তারা আর জনসমর্থন পাবেন না৷ এ পরিস্থিতির উন্নয়নের সম্ভাবনাও খুব ক্ষীণ বলে ধারণা তার৷ কালিটনের মত, অনেকেই এই অচলাবস্থার জন্য রিপাবলিকানদেরই দায়ী করছেন৷ ৭০ ভাগ ভোটার মনে করেন, কংগ্রেসের নিম্নকক্ষে আধিপত্য দেখানোই যেন রিপাবলিকানদের উদ্দেশ্য ছিল৷

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ

পিটারসন ইনস্টিটিউটের অর্থনীতিবিদ জ্যাকব কির্কেগার্ড জানালেন, পরিস্থিতি ভালো হওয়ার চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি৷ কেননা এমনিতেই দেশটি অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে, তাই এ অবস্থায় অচলাবস্থা দেশের জন্য একটা বড় ধরনের ক্ষতি৷ কয়েকদিনের জন্য হলেও এর ফলে শেয়ারবাজার, চাকুরির সুযোগ সৃষ্টিতে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন তিনি৷ কির্কেগার্ডের মতে, যুক্তরাষ্ট্রের এই অচলাবস্থা নিরসনে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের আলোচনায় বসা উচিত৷

ওবামার মালয়েশিয়া সফর বাতিল

মার্কিন সরকারের এই অচলাবস্থার প্রভাব পড়েছে প্রেসিডেন্টের সফরেও৷ এই পরিস্থিতির কারণে মালয়েশিয়া সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং হোয়াইট হাউস৷ তবে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার প্রতিনিধি হিসেবে এই সফরে অংশ নেবেন৷ আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক করপোরেশন সম্মেলন এবং ব্রুনেইতে পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দেয়ার কথা আছে ওবামার৷ অচলাবস্থার কারণে বার্ষিক যে সম্মেলনগুলো রয়েছে, ওবামা সেগুলোর সবগুলোই বাতিল করবেন কিনা – তা এখনও জানা যায়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য