1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাশরাফী কোথায়?

২১ অক্টোবর ২০১৯

ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনসহ নানা দাবিতে সংবাদ সম্মেলন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা৷ কিন্তু সেখানে দলের অন্যতম কাণ্ডারি মাশরাফী বিন মোর্ত্তজা কোথায়? 

https://p.dw.com/p/3Rd0h
Cricket Spieler Bangladesch: Mashrafe Mortaza
ছবি: picture-alliance/A. Boyers

সোমবার দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ জাতীয় ক্রিকেটারদের অনেকেই উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করলেন৷ তারা ডাক দিলেন ধর্মঘটের৷ বললেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত দলের হয়ে মাঠে নামবেন না তারা৷ কোনো ক্রিকেট কার্যক্রমে অংশ নেবেন না৷ 
সার্বিকভাবে দাবিগুলোকে যৌক্তিকই মনে হয়েছে৷ যেমন, ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন৷ এ নিয়ে জোর গলায় কথা হচ্ছে গত কয়েক দশক ধরে৷ কিছুটা উন্নতি হয়েছে সময়ের পরিক্রমায়৷ কিন্তু আরো অনেক উন্নতি করার সুযোগ রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই৷ সেখানে সিরিজ সংখ্যা বাড়নোসহ এসব দাবি করা তাই ক্রিকেটারদের মানায়৷ 
বেতন ভাতার বিষয়গুলো নিয়ে আগেও কথা হয়েছে৷ এবার জাতীয় লীগে যে পারিশ্রমিক বাড়ানো হয়েছে, তাতে সন্তুষ্ট নন ক্রিকেটাররা৷ তারা চান এগুলো বাড়ুক৷ সেটাতেও অসুবিধা কিছু নেই৷ জাতীয় দলে চু্ক্তিভিত্তিক খেলোয়াড়দের সংখ্যা বাড়ানোর দাবিও করেছেন তারা৷ কোচ, গ্রাউন্ডসম্যানসহ সংশ্লিষ্টদের বেতন বাড়ানো, ক্রিকেটারদের প্রিমিয়ার লীগের বকেয়া পরিশোধসহ অনেক দাবি আছে৷ এগুলো সবই যৌক্তিক৷ 
সেগুলোর জন্য তারা সংবাদ সম্মেলন করেছেন৷ সেটিও যৌক্তিক৷ কিন্তু তার জন্য ধর্মঘট ডাকার প্রয়োজন ছিল কি না, তা বুঝতে পারছি না৷ আরো বুঝতে পারছি না, মাশরাফী বিন মোর্ত্তজা, যিনি দলের অন্যতম কাণ্ডারি, তিনি কেন এখানে নেই? এসব দাবি নিয়ে তাঁর কোনো সমস্যা থাকার কোনো কারণও দেখছি না৷ তাহলে কোথায় তিনি? তিনি তো এখনো অবসর নেননি৷ তাহলে দলের এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময়ে সেখানে কেন তিনি নেই? স্বভাবতই এই প্রশ্ন আসবে এবং আসছে৷ 
তিনি না থাকার একাধিক কারণ থাকতে পারে৷ প্রথমত, তিনি এসব দাবি দাওয়ার সঙ্গে একমত নন৷ যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না৷ হতে পারে তাঁর আরো দাবিদাওয়া ছিল, যেগুলো মানা হয়নি৷ দ্বিতীয়ত, হতে পারে দাবি আদায়ের পদ্ধতি তাঁর পছন্দ হয়নি৷ তৃতীয়ত, তিনি সংসদ সদস্য৷ তাই অন্যান্য কাজে ব্যস্ত৷ অথবা হয়তো এর কোনোটিই নয়৷ ভিন্ন কোনো কারণ৷ সে যাই হোক, দলের এমন কঠোর অবস্থানের সময় তাঁর কোনো বক্তব্য থাকবে না, সেটা মানা কষ্টকর৷ 
সে যাই হোক, ক্রিকেটে স্বস্তি ফিরে আসুক৷ সবাই এর উন্নয়নের জন্য কাজ করুক৷ সেটাই প্রত্যাশা৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য