1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাস্ক পরতে বলায় গুলি করে হত্যা

২২ সেপ্টেম্বর ২০২১

মাস্ক পরতে বলেছিলেন ২০ বছর বয়সি এক তরুণ৷ তাই ক্রেতা গুলি করে হত্যা করে তাকে৷ ঘটনার নিন্দা জানিয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন আন্দোলনের আড়ালে চরমপন্থার উত্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জার্মানির শীর্ষস্থানীয় রাজনীতিবিদেরা৷

https://p.dw.com/p/40ebc
Idar-Oberstein Extremismus Verbrechen Tankstelle
ছবি: Christian Schulz/dpa/picture alliance

শনিবার জার্মানির পশ্চিমাঞ্চলের ইডার-ওবারস্টাইন শহরের এক গ্যাস স্টেশন সংলগ্ন দোকানে এক ব্যক্তি বিয়ার কিনতে যান৷ কিন্তু মাস্ক না পরায় ২০ বছর বয়সি তরুণ তাকে জানিয়ে দেন, মাস্ক না পরলে বিয়ার দেয়া যাবে না৷ ৪৯ বছর বয়সি ওই ব্যক্তি তখন রেগেমেগে চলে গেলেও আধ ঘণ্টা পর মাস্ক পরে ফিরে আসেন৷ সঙ্গে নিয়ে আসেন লাইসেন্সবিহীন বন্দুক৷ সেই বন্দুক দিয়েই গুলি চালান দোকানের ওই তরুণকে৷

তরুণকে লুটিয়ে পড়তে দেখে ঘটনাস্থল ছেড়ে যান হামলাকারী৷ তবে রবিবার সকালে নিজেই ধরা দিয়ে পুলিশকে জানান, তিনি করোনা-স্বাস্থ্যবিধি মানেন না, তাই মাস্ক পরতে বলায় আর রাগ সামলাতে পারেননি৷

সোমবার ট্রিয়ার পুলিশ এক বিবৃতিতে জানায়, গুলি চালানোর কথা স্বীকার করা ব্যক্তি জার্মান নাগরিক৷ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷

Deutschland | Bewaffneter erschießt Angestellten einer Tankstelle in Idar-Oberstein
ছবি: Birgit Reichert/dpa/picture alliance

চ্যান্সেলর প্রার্থীদের ক্ষোভগোয়েন্দা কর্মকর্তার হতাশা

এ ঘটনায় জার্মানির শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ আসন্ন নির্বাচনে সবুজ দলের চ্যান্সেলর প্রার্থী আনালেনা বেয়ারবক নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘‘আইন মেনে শুধু মাস্ক পরতে বলায় এক তরুণকে হত্যা করা হয়েছে- ভয়াবহ এ ঘটনায় আমি স্তম্ভিত৷ তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই৷’’ এ ঘটনায় করোনা-স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রবণতার আড়ালে বেড়ে চলা চরমপন্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি আরো লিখেছেন, ‘‘চরমপন্থার উত্থান নিয়ে আমি উদ্বিগ্ন৷ক্রমশ বেড়ে চলা ঘৃণার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে৷’’

এ বিষয়ে এসপিডি এবং সিডিউ-এর চ্যান্সেলর প্রার্থীরাও একমত৷ এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলৎস টুইটারে লিখেছেন, ‘‘নিজেকে এবং অন্যদের (করোনার হাত থেকে) রক্ষা করতে চাওয়ায় একজনকে হত্যা করা হয়েছে জেনে আমি স্তম্ভিত৷ ঘৃণার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে পুরো সমাজকে৷’’ আঙ্গেলা ম্যার্কেলের দল সিডিইউ-এর চ্যান্সেলর প্রার্থী আরমিন লাশেটও একইভাবে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক টুইটবার্তায় সবার প্রতি এমন তৎপরতার বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন৷

করোনা সংক্রমণ রোধে জার্মানিতে স্বাস্থ্যবিধির কড়াকড়ি শুরুর কিছুদিনের মধ্যেই আন্দোলনে নামে কুয়ারডেঙ্কেন গ্রুপ৷ লকডাউন এবং স্বাস্থ্যবিধি অমান্য করে প্রকাশ্যে করোনা-বিরোধী অপপ্রচার শুরু করে তারা৷ বিক্ষোভ দেখায় করোনাবিধির বিরুদ্ধে৷ পুলিশের ওপরও হামলা চালানো হয় কয়েকটি শহরে৷

অবশেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে ফেসবুক৷ সম্প্রতি কুয়ারডেঙ্কেন গ্রুপের দেড়শ'টির মতো অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ সরিয়ে ফেলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমটির এ পদক্ষেপ চলতে থাকবে৷

তবে টুরিঙ্গিয়া রাজ্যের গোয়েন্দা বিভাগের প্রধান স্টেফান ক্রামার মনে করেন, জার্মানিতে এই গ্রুপটির বিরুদ্ধে আরো আগেই কঠোর হওয়া উচিত ছিল৷ আরএনডি মিডিয়া গ্রুপকে তিনি জানান, মাস্ক পরতে বলায় এক তরুণকে হত্যা করার ঘটনা তাকে মোটেই বিস্মিত করেনি, কারণ, পরিস্থিতি যে এমন দিকে যাচ্ছে তা তিনি আগেই বুঝতে পেরেছিলেন এবং এ বিষয়কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কও করেছিলেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি৷ তাই হতাশা নিয়েই আরএনডিকে গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘‘এটা খুব অনুতাপের বিষয় যে কারো প্রাণহানির পরই কেবল ঝুঁকির বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেয়া হয়৷’’

জন সিল্ক/এসিবি