1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মায়ারাজ্য নিয়ে তঞ্চকতা, কারাগারে দুই ব্রিটিশ ভাই

১৯ মার্চ ২০১১

শীতের অপরূপ মায়ারাজ্যে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে লোক ঠকিয়ে দুই ব্রিটিশ ভাই এখন তেরো মাসের জন্য কারাগারে৷ গেল ক্রিসমাসে তারা বিজ্ঞাপনে ছয়লাপ করে দিয়েছিল৷ আর সাজা হয়ে গেল এই মার্চেই৷

https://p.dw.com/p/10cSW
এমন স্বপ্নরাজ্যে কে না যেতে চায়?ছবি: picture-alliance / dpa

প্রতিশ্রুতি ছিল, খ্রিস্টানদের শীতের যে মায়ারাজ্য, সেখানেই নিয়ে যাওয়া হবে যারা টিকিট কিনেছেন তাঁদের৷ সেই মায়ারাজ্যে অবিরল তুষারপাত হবে, থাকবে মেরু ভাল্লুক, লাপল্যান্ডের বলগা হরিণের দল৷ আলো, পরিবেশ, সঙ্গীত সবকিছু মিলিয়ে এক অপরূপ থিমপার্ক৷

সেই মায়ারাজ্যে যাওয়ার লোভে বহু দাম দিয়ে টিকিট কেটেছিলেন প্রায় হাজার দশেক মানুষ৷ কিন্তু থিমপার্কে গিয়ে তাঁদের চক্ষুস্থির৷ কোথায় তুষারপাত, কোথায়ই বা আলোর খেলা, কিংবা বলগা হরিণ৷ দেখা গেছে একটা কাদায় ভরা মাঠ৷ আর তার এককোণে গাছের থেকে দড়ি বেঁধে ঝোলানো একখানা প্লাস্টিকের তৈরি পোলার বেয়ার৷

Rentier in Lappland
লাপল্যান্ডের বলগা হরিণের দলছবি: picture-alliance/ dpa

সন্দেহ নেই যে ব্যাপারটা গুরুতর অপরাধ৷ মানুষের বিশ্বাস নিয়ে খেলা এবং তঞ্চকতা৷ ফলে আদালতে মামলা ওঠার পর থিমপার্কের আয়োজক দুই ষাটোর্দ্ধ ভাইয়ের তেরোমাস করে কারাবাসের সাজা দিয়েছে লন্ডনের আদালত৷

আদালত সাফ বলেছে, বিজ্ঞাপনের মাধ্যমে শিশু থেকে বৃদ্ধ সকলকে আকর্ষণ করে এবং তারপর মানুষের প্রত্যাশাকে নিয়ে এই যে ছলনা, এ শাস্তিযোগ্য অপরাধের পর্যায়ে পড়ে৷ মোট আটটা অভিযোগ এসেছিল এই দুই ভাইয়ের বিরুদ্ধে৷ সবগুলোই করেছেন টিকিট কেটে বঞ্চিত হওয়া দর্শকেরা৷

আদালতের সাজা হলে কী হবে, এই থিমপার্কের ব্যবসা ফেঁদে ৬৭ বছরের ভিক্টর স্মিয়ার্স আর ৬০ বছরের হেনরি স্মিয়ার্সের পকেটে কিন্তু দশ মিলিয়ন পাউন্ড দিব্যি চলে এসেছে৷ তবে, সে টাকা ব্যাঙ্কে রেখে আপাতত এই দুই তঞ্চক ভাই জেল খাটবেন বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: সঞ্জীব বর্মন