‘মা, তোমাকে হাজারো সালাম' | পাঠক ভাবনা | DW | 15.01.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মা, তোমাকে হাজারো সালাম'

‘‘মা, তোমাকে হাজার সালাম, তুমি মহারানি, তুমি কারো করুণার পাত্র নও৷ তুমি নির্লোভ, সীমিত তোমার চাওয়া, তুমি অল্পতে সন্তুষ্ট, তুমি স্বামীকে ঘুষ খেতে বাধ্য করো নি৷ তুমি নিজেই তোমার বড় পরিচয়৷ মা, তোমাকে সালাম৷''

রাজশাহীর একমাত্র নারী হকারের গল্প

ডয়চে ভেলের ফেসবুক পাতায় একথাগুলো লিখেছেন পাঠক খুশি মনি৷ যাকে নিয়ে এত কথা, তাঁর নাম দিল আফরোজ খুকি৷ ৩২ বছর ধরে পত্রিকা বিক্রি করছেন তিনি রাজশাহীতে৷ তিনি সেখানকার একমাত্র নারী হকার৷ প্রতিদিনের আয়ের কিছু অংশ খুকি ব্যয় করেন মানুষের কল্যাণে৷ খুকির জীবন নিয়ে বিশেষ ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়েছিলো আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে৷ রাজশাহীর একমাত্র নারী হকারের জীবনের নানা কথা জেনে, তাঁর প্রতি আমাদের পাঠক বন্ধুদের শ্রদ্ধায় মাথা নত হয়ে গেছে৷ প্রায় সবারই এক মন্তব্য ‘ মা, তোমাকে সালাম৷' যেমন নূর মোহাম্মদ, নজমুল হক, এমদাদ হোসেন আলী, ইকবাল হোসেন, সামসুল চৌধুরী, পীযুষ কুমার ঘোষ ও আরো অনেকে৷

ফেসবুকে এই প্রতিবেদনটি দেখেছেন ৬৫,৪৪০ জন পাঠক আর লাইক করেছেন ১,৩২৩জন৷ প্রতিবেদনটি শেয়ার করেছেন ৯৬জন ফেসবুক বন্ধু৷ আর সরাসরি ইউ টিউবে দেখেছেন ছয়শো'রও বেশি মানুষ৷

ডয়চে ভেলের বহু পুরনো বন্ধু একেএম নুরুজ্জামান লিখেছেন, ‘‘খুকি আমাদের এলাকায় থাকেন৷ তিনি অত্যন্ত আত্মনির্ভরশীল, কারো সাহায্য-সহযোগিতা নেন না৷ নিজের পৈতৃক ভিটায় হকারি করে বাড়ি করে সেখানে বসবাস করেন৷''

ঝড়, বৃষ্টি সব আবহাওয়ায় যে মানুষটি আমাদের পত্রিকা দেয় তিনিই এই মানুষটি – পাঠক অনিকের মন্তব্য৷

আত্মনির্ভরশীল নারী হকারের জীবন কাহিনী জানার পর ‘সততাই জীবনসুখের বাহক' শুধু এই কথাটিই পাঠক মনিরুল ইসলাম মনে হয়েছে৷

আত্মবিশ্বাসী, যে নারী কারো করুণা চাননা, খেটে খাওয়া নারীকে নিয়ে তৈরি ভিডিও প্রতিবেদনটি দেখে মায়া পড়ে গেছে ফেসবুক বন্ধু সাইফুল সোহাগের৷ তিনি জানিয়েছেন, ‘‘আমার সামর্থ্য থাকলে তাঁকে আর কোনোদিন পত্রিকা বিক্রি করতে দিতাম না৷''

মো.আলাউদ্দীনের মন্তব্য, ‘আমি তোমাকে শ্রদ্ধা জানাই৷'

সাইদুজ্জামান ভিডিও প্রতিবেদনটি দেখে তার চোখে জল ধরে রাখতে পারেন নি৷ তিনি লিখেছেন, ‘‘আমি দীর্ঘদিন ধরে ফেসবুকে আছি তবে এরকম একটা দৃশ্য চোখে পড়েনি বললেই চলে৷ মানুষটার বেদনা দেখে শুধু চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো৷ উনার জন্য আমি কিছু দিতে পারলাম না৷ মা, তোমায় স্যালুট করি, প্রাণ ভরে দোযা করি তোমার জন্য৷ আল্লাহ তোমার মঙ্গল করুন৷''

অলি আহমেদের ভাষায়, ‘‘আপনাকে হাজারো সালাম৷ কেউ পাশে থাকলেও সৎ পথে চলে এক দিন চলাও অনেক ভাল৷''

জুহা মিষ্টি করে জানিয়েছেন, ‘‘আপ্পি, তোমাকে লাল সালাম৷''

অজয় দাস তাঁকে সান্ত্বনা দিয়ে লিখেছেন, ‘‘মা, তোমাকে হাজার সালাম৷ তুমি চালিয়ে যাও, তোমার দুঃখ একদিন ঘুচবে৷''

রাজশাহীর নারী হকার খুকির ব্যক্তিত্ব ও আত্মসম্মানের পরিচয় তুলে ধরেছেন আমাদের রাজশাহীর পাঠক আসিফ রহমান৷ তিনি জানিয়েছেন, ‘‘আমি রাজশাহী রেলস্টেশনে একবার তাঁকে দেখেছিলাম, তখন আমার আঙ্কেল তাঁকে একটি পাঁচটাকার নোট দিয়েছিলেন৷ খুকি সে নোটটি প্রত্যাখ্যান করেন, তাঁর ভাষায়, ‘‘আমি তখনই টাকা নেবো, যখন আপনি একটি পত্রিকা নেবেন৷''

পাঠক রাজীবও তাঁকে রাজশাহীর রেলস্টেশনে পত্রিকা বিক্রি করতে দেখেছেন জানিয়েছেন আমাদের৷

মাহমুদ হাসা, মোহাম্মদ আলমগীর, মো.হালিম, সাজু, জসীম, সোহেল রানা, স্বপ্না দেবনাথ সবাই তাঁকে হাজার সালাম জানিয়েছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন