1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মা পাখিটার জয়

১২ জুলাই ২০১৯

পাখির ভাষা বোঝার সাধ্যি নেই মানুষের৷ কিন্তু অনাগত সন্তানের প্রাণ যখন বিপন্ন, তখন মা পাখিটার কাছে সব বাধা তুচ্ছ৷ মায়ের ভালোবাসা বুঝি এমনই হয়!

https://p.dw.com/p/3LwIW
ein kleines Grebe
ছবি: picture-alliance/AP Images/AP Photo/J. S. Applewhite

কদিন আগের ঘটনা৷ চীনের উত্তর প্রান্তের শহর উলানকাব৷ ট্রাক্টর নিয়ে জমি চাষে নেমেছেন কৃষক৷ ঘুরছিল ট্রাক্টরটির চাকা৷ ট্রাক্টরটি যেদিকে যাচ্ছিল, সে পথেই ডিম পেড়েছিল ছোট্ট পাখিটি৷ ট্রাক্টরের আঘাতে ডিম গলে যাবে, প্রাণ হারাবে অনাগত সন্তান৷

এটা বুঝতে পেরে অসহায় আস্ফালন মা পাখিটার! কিন্তু কিভাবে বাঁচাবে তার অনাগত সন্তানকে? পাখিটির চিঁউ চিঁউ ধ্বনি থেকে তো তার ব্যকুলতা বোঝার সাধ্যি নেই ট্রাক্টর চালকের৷ নিজের পাখা মেলে, চালকের মনোযোগ আকর্ষণে প্রানপণ লড়াই করছিল মা পাখিটা৷

ভাষার দূরত্ব ভুলে, অনাগত সন্তানের প্রাণ রক্ষায় যেন কথা বলতেই হবে৷! সফল হলো মা পাখি৷ চালক বুঝতে পেরেই থামালেন ট্রাক্টর৷ তখন আর্তচিৎকার আর তীব্র গরমে ত্রাহি ত্রাহি অবস্থা মা পাখিটার৷ তাই তার কাছে এক বোতল পানি রেখে দিলেন চালক৷

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের ট্যুইটারে ভিডিওটি প্রকাশ করা হয়৷ তারপর ভাইরাল হতে সময় নেয়নি৷ যারা দেখেছেন তাদের সবাই হয়েছেন আবেগপ্রবণ৷

টিএম/ এসিবি (সিজিটিএন, ইন্ডিয়া এক্সপ্রেস)