1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউনিখে শীতকালীন অলিম্পিক আনার প্রচেষ্টা

১৮ জুন ২০১০

সকলের দৃষ্টি বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠানরত বিশ্বকাপ ফুটবলের দিকে৷ কিন্তু সেই দৃষ্টি এখন একটু অন্যদিকে ফেরানো যাক৷ সেটা হল ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক৷ মিউনিখ এর অন্যতম প্রার্থী৷

https://p.dw.com/p/NuoS
২০১৮ সালের অলিম্পিকের প্রার্থীত্বের প্রতীক

জার্মানির মিউনিখ, ফ্রান্সের আনেসি ও দক্ষিণ কোরিয়ার পিয়েওংচাং – এর মধ্যে কোন শহরটি সরকারিভাবে দুই হাজার আঠারো সালের শীতকালীন অলিম্পিকের প্রার্থী হবে – সে প্রশ্নে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি-আইওসি আগামী ২২ জুন তার প্রাক সিদ্ধান্ত নেবে সুইজারল্যান্ডের লোজান শহরে৷ তবে চূড়ান্ত সিদ্ধান্তটি ঘোষণা করবেন আইওসি এর প্রেসিডেন্ট জাক রগ দুই হাজার এগারো সালের ছয় জুন দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে৷ সেদিন বিখ্যাত এনভেলাপটি খোলা হবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য৷ আর ঐ তারিখ পর্যন্ত তিনটি শহরেই থাকবে চরম উত্তেজনা৷

মিউনিখে অলিম্পিক আয়োজনে যাঁরা সক্রিয়ভাবে কাজ করছেন তাঁরা বলেছেন, আগামী ২২ তারিখে মিউনিখকে যদি সত্যিই সত্যিই অলিম্পিক প্রার্থী পদের জন্য সরকারিভাবে বেছে নেয়া হয়, তাহলে তখন থেকেই শুরু হয়ে যাবে সমস্ত তোড়জোড়, সমস্ত প্রস্তুতি৷ মিউনিখের মারিয়েনপ্লাত্স'এ আইওসি এর অনুষ্ঠানটি পাব্লিক ভিউইং এ দেখানো হবে ক্রীড়ামোদীদের জন্য৷

তবে মিউনিখের অলিম্পিক প্রার্থিতার ব্যাপারে কিছু বিরোধিতাও রয়েছে৷ ‘নোলিম্পিয়া' নামে একটি সংগঠনও গড়ে তোলা হয়েছে৷ তাঁরা বিরোধিতা করছে এই কারণে যে, অলিম্পিক আয়োজনের ফলে প্রকৃতি ও পরিবেশের ক্ষতিসাধন হবে৷ তাই মিউনিখের পক্ষে যাঁরা কাজ করছেন তাঁরা বলেছেন, তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি – যাতে মিউনিখের অলিম্পিক প্রার্থিতার পক্ষে সকলে একমত হয়৷ তাঁরা বলেছেন, একশ দশ সদস্যবিশিষ্ট আইওসি এর সদস্যদের সামনে আমরা এটা দেখাতে চাই যে, জার্মানি হচ্ছে ক্রীড়ামোদী একটি দেশ৷ জার্মানি হল শীতকালীন ক্রীড়ার একটি দেশ৷ মিউনিখের অলিম্পিক প্রার্থিতার পক্ষে প্রচারণা চালানোর জন্য প্রার্থী পদের প্রধান ভিলি বোগনার আগামী মাসে বিশ্ব সফরে বের হবেন৷

প্রতিবেদন : আবদুস সাত্তার
সম্পাদনা : সঞ্জীব বর্মন