1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিডল অর্ডার নিয়েই বেশি ভাবছেন রানাতুঙ্গা

৩ ফেব্রুয়ারি ২০১১

মিডল অর্ডারে কে খেলবেন তা এখুনি ঠিক করে ফেলা উচিত শ্রীলংকা দলের৷ মনে করছেন অর্জুন রানাতুঙ্গা৷ তিনি মনে করেন, ২০১১’র বিশ্বকাপে শ্রীলংকাকে জিততে হলে কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনে’র মাঠে পরে নামা উচিত৷

https://p.dw.com/p/10AGB
শ্রীলংকা ক্রিকেট দলছবি: AP

রানাতুঙ্গা বলেন, কুমার এবং মাহেলা যদি মিডল অর্ডারে মাঠে নামেন, তা দলের জন্য মঙ্গল বয়ে আনবে৷ শ্রীলংকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রানাতুঙ্গা৷ ১৯৯৬ সালের বিশ্বকাপ জিতে নিয়েছিলো শ্রীলংকা৷ আর সেবার বাঁহাতি এই ব্যাটসম্যান নেতৃত্ব দিয়েছিলেন শ্রীলংকার৷ ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন শ্রীলংকার ক্রিকেট দলের প্রধান৷

রানাতুঙ্গা বলেন, একটি শক্তিশালী দল হিসেবে গড়ে উঠেছে শ্রীলংকা৷ ‘‘ব্যাটিং, বোলিং সবদিক থেকে আমরা আমাদের দলকে গড়ে তুলেছি৷'' শ্রীলংকার দলের প্রশংসা করে তিনি বলেন, ‘‘মুরালিথরন এবং মালিঙ্গার বোলিং এর তুলনা হয়না৷ কিন্তু আমি ভাবছি, মিডল অর্ডার ব্যাটিং এর কথা৷ কুমার এবং মাহেলার ৩ বা ৪ নম্বরে ব্যাটিং করার জন্য মাঠে নামাটা ঠিক হবেনা৷ তাঁদের একজনকে ৫ নম্বর খেলোয়াড় হিসেবে মাঠে নামা উচিত৷ কাপুগেদেরা'কে তাঁদের ৪ নম্বর খেলোয়াড় হিসেবে মাঠে পাঠানো লাগতে পারে৷

রানাতুঙ্গা বলেন, ‘‘এদিকে অল রাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস'এর ভরসা করতে পারে দল৷ তিনি বোলিং এবং ব্যাটিং দু'টোতেই মোটামুটি ভালো৷ তাঁর খেলা দলকে একটি ভারসাম্য এনে দিতে পারে৷''

তবে তিনি বলেন, ‘‘অ্যাঞ্জেলো ভালো খেলেন একথা ঠিক৷ কিন্তু তাঁর বয়স এখনও অনেক কম৷ তাই মিডল অর্ডারে খেলাটা তাঁর জন্য অনেক চাপ হয়ে যাবে৷''

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন