1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিথ্যা বললে পুরস্কার

জাহিদুল হক১৯ জুন ২০১৩

কথাটা লি চেনপেং-এর৷ তিনি চীনের একজন লেখক ও ব্লগার৷ ডয়চে ভেলের ‘দ্য বব্স – সেরা অনলাইন অ্যাক্টিভিজম’ প্রতিযোগিতার সেরা ব্লগ বিভাগের বিজয়ী তিনি৷ মঙ্গলবার পুরস্কার গ্রহণ করার পর নিজের দেশ সম্পর্কে এ কথাই বলেন চেনপেং৷

https://p.dw.com/p/18t6I
ছবি: DW/M. Magunia

‘‘চতুর্থ শ্রেণির পর এটা আমার প্রথম পুরস্কার৷ তখন পুরস্কার পেয়েছিলাম মিথ্যা কথা বলে৷ মায়ের কাছ থেকে এক ইউয়ান চুরি করে সেটা ফিরিয়ে দিয়ে বলেছিলাম আমি এটা কুড়িয়ে পেয়েছি৷ এই সততার কারণে আমাকে তখন পুরস্কৃত করা হয়েছিল,'' বলেন চেনপেং

Gewinner des Bobs Awards Ute Schaeffer Akter Mahfuza
অ্যাওয়ার্ড নিচ্ছেন মাহফুজা আক্তারছবি: DW/M. Magunia

ঐ ঘটনার মতোই চীনে এখন কেউ যদি সরকারের নীতির পক্ষে কথা বলে, যেটা আসলে হয়ত ঠিক নয়, তাহলে তাকে বিভিন্ন সুবিধা দেয়া হবে৷ আর কেউ যদি সরকারের ঐ নীতির সমালোচনা করে, অর্থাৎ সত্যটা বলে তাহলে তাকে শাস্তি পেতে হবে, বলে জানান চেনপেং৷

নিজের নামে খোলা তাঁর ব্লগ ‘লিচেনপেং' ভিজিট করেছে প্রায় ৩০০ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী৷

ধর্ষিতাকে বিয়ে করুন, বেঁচে যান

‘বেস্ট সোশ্যাল অ্যাক্টিভিজম' ক্যাটেগরিতে পুরস্কার গ্রহণ করেন মরক্কোর তরুণ প্রজন্মের উদ্যোগ ‘৪৭৫'-এর সদস্য হুদা লামকাদাম৷ মরক্কোর আইনের ৪৭৫ নম্বর ধারা অনুযায়ী কোনো ধর্ষক ধর্ষিতাকে বিয়ে করলেই শাস্তি এড়াতে পারে৷ এই ধারার কারণে ২০১২ সালে ১৬ বছরের কিশোরী আমিনা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল৷ সেই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘৪৭৫' নামের একটি চলচ্চিত্র এবং ফেসবুক ও ফ্লিকার-এ সোশ্যাল মিডিয়া অভিযান৷ লামকাদাম বলেন, ‘‘ধর্ষণের মতো অপরাধগুলো প্রতিহত করতে যে, যে কোনো উদ্যোগই গুরুত্বপূর্ণ সেটার প্রমাণ ৪৭৫৷''

এছাড়া অন্যান্য ক্যাটেগরির আরও বিজয়ীর সঙ্গে মঙ্গলবার পুরস্কার নেন বাংলাদেশের তথ্যকল্যাণী মাহফুজা আক্তার৷ সে সময় তিনি উপস্থিত দর্শকদের তথ্যকল্যাণী হিসেবে তার নিত্যদিনকার কাজ ও কীভাবে তাদের দ্বারা গ্রামের মানুষজন উপকৃত হচ্ছেন, তা জানান৷

অনুষ্ঠান শেষে ডয়চে ভেলের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাহফুজা বলেন, ‘‘আমার শুধু মনে হচ্ছে, কোথায় ছিলাম আর কোথায় আসলাম৷ মনে হচ্ছে, এতদিন পর আমার মতো তথ্যকল্যাণীদের কষ্টটা সার্থক হলো৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য