1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিরপুরের স্পিন-মঞ্চে নাস্তানাবুদ নিউজিল্যান্ড

১ সেপ্টেম্বর ২০২১

দুটি ট্রেনিং ক্যাম্প, বাংলাদেশের মতো উইকেট তৈরি করে অনুশীলন, কত কিছুই না করে এই সফরে এসেছে নিউজিল্যান্ড৷ কিন্তু প্রস্তুতি আর বাস্তবতার ফারাক কতটা, বুঝে গেল তারা প্রথম ম্যাচেই৷

https://p.dw.com/p/3zmpy
টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রথমবার নিউ জিল্যান্ডকে হারালোছবি: Munir Uz Zaman/AFP

মন্থর, টার্নিং ও অসমান বাউন্সের উইকেটে কিউই ব্যাটিং মুখ থুবড়ে পড়লো বাজেভাবে৷ বাংলাদেশ পেলো টি-টোয়েন্টিতে প্রথমবার নিউ জিল্যান্ডকে হারানোর স্বাদ৷

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় ৭ উইকেটে৷ ব্যাটিংয়ের জন্য ভীষণ দুরূহ উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড গুটিয়ে যায় স্রেফ ৬০ রানেই৷  এই সংস্করণে যা তাদের যৌথভাবে সর্বনিস্ন স্কোর, বাংলাদেশের বিপক্ষে সব দল মিলিয়েই সর্বনিম্ন৷ এই রান তাড়ায়ও অবশ্য বাংলাদেশকে খেলতে হয় ১৫ ওভার৷

প্রথম ওভার থেকেই নিউজিল্যান্ডের ভোগান্তির শুরু৷ তাদের নতুন প্রজন্মের সেরা প্রতিভা বলে বিবেচিত রাচিন রবীন্দ্র আন্তর্জাতিক অভিষেকে ফেরেন ‘গোল্ডেন ডাক' পেয়ে৷ শেখ মেহেদি হাসানের গ্রিপ করা বলে ফিরতি ক্যাচ দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন বাঁহাতি ব্যাটসম্যান৷

এই দৃশ্য একটু পরই হয়ে ওঠে নিয়মিত৷ তৃতীয় ওভারে আক্রমণে এসে সাকিব আল হাসান ফেরান উইল ইয়াংকে৷ চতুর্থ ওভারে নাসুম আহমেদের শিকার কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্লান্ডেল টি-টোয়েন্টিতে প্রথমবার চার ওভারের মধ্যে চার উইকেট পায় বাংলাদেশ নিউজিল্যান্ড লড়াইয়ের শুরুতেই প্রায় ধ্বংসস্তুপ৷

৯ রানে ৪ উইকেট হারানো দলকে উদ্ধারের চেষ্টা করেন দুই বাঁহাতি টম ল্যাথাম ও হেনরি নিকোলস৷ খর্বশক্তির এই নিউ জিল্যান্ড দলের মূল ভরসা এই দুজনই৷ ভালো একটি জুটি গড়ার ইঙ্গিতও দেন দুজন এক-দুই করে রান বাড়িয়ে৷

কিন্তু স্পিন মোটামুটি সামলে দুজনই আউট হন পেসার মোহাম্মদ সাইফ উদ্দিনের বলে, দুজনই থামেন ১৮ রানে৷ শর্ট বল পুল করতে গিয়ে আকাশে তুলে দেন অধিনায়ক ল্যাথাম, স্লোয়ারে উড়িয়ে লং অনে ক্যাচ দেন নিকোলস৷এই দুজনের পর আর সেভাবে দাঁড়াতে পারেননি কেউই৷ শেষ দিকে এসে দ্রুত তিন উইকেট নিয়ে লেজ ছেটে দেন মুস্তাফিজুর রহমান৷

১৬.৫ ওভারেই শেষ হয় নিউ জিল্যান্ডের ইনিংস৷ গোটা ইনিংসে বাউন্ডারি কেবল ৩টি!

রান তাড়ায় বাংলাদেশ দুই ওপেনারকে হারায় দ্রুত৷অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থ মোহাম্মদ নাঈম শেখ আলগা শটে ফেরেন ১ রানে৷ এজাজ প্যাটেলের টার্নে পরাস্ত হয়ে ১ রানেই বিদায় নেন দলে ফেরা ওপেনার লিটন৷ তবে বাংলাদেশের জয় নিয়ে সংশয় জাগেনি কখনোই৷ তিনে নেমে সাকিব ৩৩ বলে করেন ২৫৷ রবীন্দ্রকে প্রথম আন্তর্জাতিক উইকেট দিয়ে সাকিব ফিরলেও মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ ফেরেন দলের জয় সঙ্গে নিয়ে৷ ২ উইকেটের সঙ্গে ২৫ রান করে ম্যাচের সেরা সাকিব৷

সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার৷

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ১৬.৫ ওভারে ৬০ (ব্লান্ডেল ২, রবীন্দ্র ০, ইয়াং ৫, ডি গ্র্যান্ডহোম ১, ল্যাথাম ১৮, নিকোলস ১৮, ম্যাকনকি ০, ব্রেসওয়েল ৫, এজাজ ৩, টিকনার ৩*, ডাফি ৩; মেহেদি ৪-০-১৫-১, নাসুম ২-০-৫-২, সাকিব ৪-০-১০-২, মুস্তাফিজ ২.৫-০-১৩-৩, মাহমুদউল্লাহ ২-০-৮-০, সাইফ ২-০-৭-২) ৷

বাংলাদেশ: ১৫ ওভারে ৬২/৩ (নাঈম ১, লিটন ১, সাকিব ২৫, মুশফিক ১৬, মাহমুদউল্লাহ ১৪*; এজাজ ৪-০-৭-১, ম্যাকনকি ৪-০-১৯-১, রবীন্দ্র ৪-০-২১-১, ডাফি ১-০-৩-০, ব্রেসওয়েল ১-০-৩-০, টিকনার ১-০-৯-০) ৷

ফলবাংলাদেশ ৭ উইকেটে জয়ী৷

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে৷

ম্যান অব দা ম্যাচসাকিব আল হাসান৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান