‘মিরাজকে নয়, যার দরকার তাকে বাড়ি দিন' | পাঠক ভাবনা | DW | 04.11.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মিরাজকে নয়, যার দরকার তাকে বাড়ি দিন'

প্রধানমন্ত্রী মিরাজের পরিবারের জন্য বাড়ি তৈরি করে দিতে বলেছেন৷ এই উদ্যোগের পক্ষে-বিপক্ষে ডয়চে ভেলের ফেসবুক পাতায় অনেকেই যুক্তিসহ তাঁদের নানা মন্তব্য তুলে ধরেছেন৷

‘‘এবারের বিপিএলে মিরাজ ২০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছে৷ তাই বাড়িটা মিরাজকে না দিয়ে তাদের দেয়া উচিত, যারা বসত ভিটার অভাবে ফুটপাতে রাত কাটাচ্ছে৷'' ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের পরিবারকে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য পাঠক ফারুক খানের৷

আর আমাদের ফেসবুকে পাঠক মোহাম্মদ ইনাম লিখেছেন, ‘‘মিরাজের রোজগারের পথ হয়েছে, যার দরকার তাকে বাড়ি দিতে হবে৷ বাড়ি তাদের করে দিন, যাদের ঘরে কোনো ছেলে সন্তান নেই ৩/৪টা মেয়ে, যাদের বাবা দিনমজুর, ভূমিহীন৷ বাড়ি তাদের দিন, যারা বিকলাঙ্গ এবং উর্পাজন করার সুযোগ নেই৷''

পাঠক আবুল খায়েরের মতও অনেকটা মোহাম্মদ ইনামের মতো৷ আবুল খায়েরের মতে, ‘‘এই বাজেটটা ভূমিহীনদের পুনর্বাসনে দিলে ভালো হতো৷'' যদিও তিনি সকলের মতোই খুশি মিরাজের সাফল্যে এবং মনে করেন, মিরাজ নিশ্চয়ই পুরস্কার পাওয়ার যোগ্য৷ তবে আবুল খায়েরর কথা হলো, ‘‘সে পুরস্কারের বাজেট বাংলাদেশ  ক্রিকেট বোর্ড থেকে সিস্টেম মতো আসা উচিত৷''

মিরাজের পরিবারের জন্য বাড়ি করার সিদ্ধান্তকে পাঠক মিথুন মন্ডলও সমর্থন জানাতে নারাজ৷ তিনি লিখেছেন, ‘‘এদেশে যাদের বসতবাড়ি নেই, যারা দু'বেলা দু'মুঠো খেতে পারে না, তাদের সাহায্য না করে, যাদের প্রচুর আছে তাদের জন্য সাহায্যের হাত বাড়াচ্ছে!! অথচ সরকার সাধারণ মানুষের ওপর বাড়তি কর, ট্যাক্স, ভ্যাট বাড়িয়ে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে!''

তবে মো.ফয়সাল কবির রনি কিন্তু এতসব নিয়ে মাথা ঘামাতে চান না৷ তিনি সরাসরি প্রশ্ন রেখেছেন ‘‘মিরাজ যা অর্জন করেছে, তা যদি দেশের জন্য হয়ে থাকে তবে কেন এমন অর্থহীন সমালোচনা?''

এমএইচ মোর্তোজা পাঠক রনির সাথে একমত৷ তিনি লিখেছেন, ‘‘ বাংলাদেশের সম্মান বৃদ্ধি করায় আমরা মিরাজের প্রতি কৃতজ্ঞ৷ তাই তাকে একটি বাড়ি তৈরি করে দিলে তাতে দোষের কি হলো ? তার প্রতি কৃতজ্ঞতা বোধ ও খেলায় উৎসাহ দেওয়ার জন্যই এ উপহার৷''

অন্যদিকে পাঠক মো.সাইফ কথার মোড় ঘুরিয়ে দিয়ে দুঃখ করে লিখেছেন, ‘‘ডা.মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়ে বাংলাদেশের জন্য যে  সম্মান বয়ে এনেছেন, তা কতজন মানুষ বুঝেছে ? এটাই বাংলাদেশ দেশ! ''

সংকলন:  নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন