1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে আন্দোলন অব্যাহত, সরছেন না মুবারক

৯ ফেব্রুয়ারি ২০১১

মিশরের প্রেসিডেন্টের কোন উদ্যোগই থামাতে পারছে না বিক্ষোভকারীদের৷ বরং তাঁর পদত্যাগের দাবিতে, আবারো জমে উঠেছে আন্দোলন৷ এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র মিশরের জরুরী আইন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে৷

https://p.dw.com/p/10Dqi
তাহরির চত্বরে অবস্থান নিয়েছেন কয়েক হাজার বিক্ষোভকারীছবি: PHOTOSHOT

মিশরের সর্বশেষ অবস্থা

মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে বিক্ষোভকারীরা৷ কায়রোর তাহরির চত্বরে মঙ্গলবার হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়৷ প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে আলেকজান্দ্রিয়াসহ অন্যান্য শহরেও৷ মুবারক সরকারের সংবিধান সংশোধনের কোন উদ্যোগই বিক্ষোভরতদের সন্তুষ্ট করতে পারছে না৷ বরং তাহরির চত্বরে অবস্থানরত সরকার বিরোধী আন্দোলনকারী আহমেদ এর মন্তব্য, আমরা তাদেরকে আর বিশ্বাস করি না৷ গত ১৫দিন ধরে চলা এই সরকার বিরোধী আন্দোলনে নিহতের নতুন সংখ্যা প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ৷ সাতটি হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ২৯৭৷ তবে, মিশর সরকার এই বিষয়ে কোন মন্তব্য করেনি৷

Flash-Galerie Proteste Ägypten
মুবারক বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে সব বয়সিরাছবি: AP

সরকারের অবস্থান

মিশরের সংবিধান সংস্কারে একাধিক কমিটি গঠন করেছে সেদেশের সরকার৷ ভাইস-প্রেসিডেন্ট ওমর সুলাইমান জানিয়েছেন, গণতান্ত্রিক সংস্কারের জন্য আলোচনায় আগ্রহী তাঁর সরকার৷ তবে, তাহরির চত্বর ঘিরে অব্যাহত প্রতিবাদ সমাবেশ দীর্ঘদিন চলতে দেওয়া যাবে না৷ বার্তা সংস্থা এপি সুলাইমানকে উদ্ধৃত করে জানায়, প্রেসিডেন্ট হোসনি মুবারক শীঘ্রই পদত্যাগ করবেন না৷ সেপ্টেম্বরের নির্বাচন অবধি ক্ষমতায় থাকতে বদ্ধপরিকর হোসনি মুবারক৷

পশ্চিমা বিশ্বের মন্তব্য

মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্গলবার মিশরের বিষয়ে খানিকটা কড়া সুরে কথা বলেছে৷ মিশরে ৩০ বছর ধরে চলা জরুরী অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র৷ মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়ে মিশরের ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন৷ এসময় বাইডেন বলেন, সাংবাদিক এবং প্রতিবাদকারীদের নির্যাতন কিংবা গ্রেপ্তার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিরত থাকতে হবে৷ বলাবাহুল্য, মিশরে সরকার বিরোধী আন্দোলনের পর এই প্রথম এরকম সরাসরি মন্তব্য করলো যুক্তরাষ্ট্র৷

এদিকে, সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, মুবারক সম্ভবত জার্মানিতে চিকিৎসার জন্য আসতে পারেন৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে অবশ্য এখন পর্যন্ত এরকম কোন প্রস্তাব পাননি বলে জানিয়েছেন৷ জাতিসংঘের মহাসচিব বান কি-মুন আবারো যত দ্রুত সম্ভব মিশরে নিয়মতান্ত্রিক ক্ষমতার পালাবদল শুরুর আহ্বান জানিয়েছেন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান