1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে দুই হাজার বছরের পুরানো মূর্তি আবিষ্কার

৬ মে ২০১০

সম্প্রতি মিশরে গ্র্যানাইট পাথরের মাথাবিহীন একটি মূর্তি আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা৷ ধারণা করা হচ্ছে, সম্ভবত এটি প্রাচীন মিশরের রাজা চতুর্থ টলেমির মূর্তি৷

https://p.dw.com/p/NFTs
মিশরের এই ‘টাপোসিরিস ম্যাগনা’ মন্দির থেকেই মাথাবিহীন মূর্তিটি আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরাছবি: A?

মিশরের সুপ্রিম কাউন্সিল অব এন্টিকুইটিস (এসসিএ)-এর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, মিশরের একদল প্রত্নতত্ত্ববিদ উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়ার পশ্চিমে অবস্থিত ‘টাপোসিরিস ম্যাগনা' মন্দির থেকে মূর্তিটি আবিষ্কার করেন৷

Ptolemaeische Weltkarte / Holzschnitt
গ্রিক ভাষাভাষী টলেমিদের রাজত্বে আলেকজেন্দ্রিয়াই ছিল শাসনের মূল কেন্দ্রছবি: picture-alliance / akg-images

মিশরের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান জাহি হাওয়াস জানান, ‘‘ সুরক্ষিত অবস্থায় পাওয়া মূর্তিটি সম্ভবত প্রাচীন মিশরীয় শৈলীর সবচেয়ে সুন্দর খোদাইকাজের একটি৷''

আবিষ্কৃত এই মূর্তিটির উচ্চতা ৫৩ ইঞ্চি এবং ঘাড় বরাবর প্রস্থে তা প্রায় ২২ ইঞ্চি৷ গ্রিক ভাষাভাষী টলেমিদের রাজত্বে আলেকজেন্দ্রিয়াই ছিল শাসনের মূল কেন্দ্র৷ দীর্ঘ ৩০০ বছর, মিশর শাসন করে আসছিল এই রাজবংশ৷ রানি ক্লিওপেট্রার আত্মহত্যার মধ্য দিয়েই শেষ হয় টলেমি রাজাদের শাসন৷

প্রতিবেদন : আসফারা হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক