1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে ৩,৬০০ বছর আগের একটি শহরের সন্ধান লাভ

২১ জুন ২০১০

মিশরে মাটির নিচে প্রায় ৩,৬০০ বছর আগের একটি শহরের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়৷

https://p.dw.com/p/NyJU
মিশরের প্রাচীন সভ্যতা সম্পর্কে এখনো অনেক কিছু জানা বাকিছবি: AP

শহরটির নাম ‘অ্যাভারিস' বলে ধারণা করা হচ্ছে- যা ‘হিকসস্' নামের এশীয় অঞ্চলের মানুষেরা তাঁদের রাজধানী হিসেবে ব্যবহার করতো৷ গ্রিক ভাষায় হিকসস্ শব্দের অর্থ বিদেশি শাসক৷ প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে তাঁরা মিশরে রাজত্ব করেছিল বলে জানা গেছে৷

তবে মিশরীয়দের কাছে তাঁরা এতটাই নিন্দনীয় ছিল যে, যখন হিকসসদের কাছ থেকে মিশর মুক্ত হলো তখন মিশরীয়রা হিকসসদের সব স্থাপনা ভেঙে ফেলেছিল৷ বর্তমানে মিশরের রাজধানী কায়রো'র উত্তরে নীল নদের তীরে অবস্থিত তাল আল-দাবা শহরের কাছে নতুন এই শহরটির সন্ধান পেয়েছে অস্ট্রিয়ার একদল গবেষক৷

গবেষক দলের প্রধান আইরিন ম্যুলার বলছেন, গবেষণার জন্য তাঁরা একটি রাডার ব্যবহার করেছেন৷ ঐ রাডার দিয়ে তোলা ছবিতে আবিস্কৃত শহরটিতে রাস্তাঘাট, ঘরবাড়ি ও মন্দিরের সন্ধান পাওয়া গেছে৷ এছাড়া একটি স্মৃতিসোধ সহ দুটি দ্বীপেরও খোঁজ পেয়েছেন তাঁরা৷ ম্যুলার বলছেন, তাঁদের গবেষণার উদ্দেশ্য ছিল শহরটির আয়তন জানা৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম